নতুন আইপ্যাড এয়ার এবং মিনি

নতুন পণ্যের কথা বলছেন টিম কুক
নতুন পণ্যের কথা বলছেন টিম কুক

এবার বিশ্বের সবচেয়ে হালকা-পাতলা আইপ্যাড বাজারে এনেছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড।আইপ্যাড এয়ার নামের নতুন এ যন্ত্রটি আগের আইপ্যাডের চেয়ে ২০ শতাংশ পাতলা এবং ২৮ শতাংশ হালকা।৯.৭ ইঞ্চির আইপ্যাড এয়ারের পুরুত্ব ৭.৫ মিলিমিটার এবং ওজন মাত্র ৪৬৯ গ্রাম। এতে আছেএ৭ প্রসেসর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক নতুন পণ্যের ঘোষণা দেন।
একই সঙ্গে ঘোষণা এসেছে নতুন রেটিনা পর্দাযুক্ত নতুন আইপ্যাড মিনির। ৭.৯ ইঞ্চি মাপের পর্দার আইপ্যাড মিনিতে বড় আকারের আইপ্যাডের সব সুবিধাই থাকছে। আগামী ১ নভেম্বর নতুন দুটি যন্ত্র বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল।
একই সঙ্গে পঞ্চম প্রজন্মের আইপ্যাড এয়ার এবং নতুন আইপ্যাড মিনি ৪২টি দেশের ক্রেতারা কিনতে পারবেন। ১৬ গিগাবাইটের শুধু ওয়াই-ফাই মডেলের আইপ্যাড এয়ারের দাম ৪৯৯ ডলার এবং ফোরজি প্রযুক্তির ১৬ গিগাবাইট মডেলটির দাম ৬২৯ ডলার। এ ছাড়া আইপ্যাড মিনি পাওয়া যাবে ৩৯৯ ডলারে।
এ যন্ত্র দুটির পাশাপাশি ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ম্যাভেরিকসের ঘোষণা দেওয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো ম্যাভেরিকসের ক্ষেত্রে ওএসএক্স হালনাগাদ বিনা মূল্যে করা যাবে বলে জানিয়েছে অ্যাপল। একই অনুষ্ঠানে দ্রুতগতির প্রসেসর, উন্নত গ্রাফিকস সুবিধার নতুন সংস্করণের ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার বাজারে আনার ঘোষণাও দিয়েছে অ্যাপল। টিম কুক অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস৭, আইটিউনসের অ্যাপসসহ বিভিন্ন বিষয়ে সর্বশেষ অবস্থার কথা তুলে ধরেন।

তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এখন অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই দিশেহারা হয়ে পড়েছে নতুন যন্ত্র তৈরি নিয়ে। কেউ কেউ ট্যাবলেটকে কম্পিউটার হিসেবে তৈরি করছে তো আবার কেউ কেউ কম্পিউটারকে ট্যাব। অ্যাপল এ কাজটি কখনো করবে না।

—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম