ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় ফেসবুকের জাকারবার্গ নবম

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পথে আরও এগিয়ে গেলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি ব্লুমবার্গের তৈরি করা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ছয় ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছেন। এর আগে এই তালিকায় তিনি ছিলেন ১৫ নম্বরে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস-এর মতো দেশটির আরেক গণমাধ্যম ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ব্লুমবার্গের এই তালিকাতেও শীর্ষ ধনী হলেন বিল গেটস। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৫২০ কোটি ডলার।
সুইডেনের বহুজাতিক আসবাব নির্মাতা প্রতিষ্ঠান আইকিয়ার প্রতিষ্ঠাতা ইগভার ক্যামপার্ডকে পেছনে ফেলে নয় নম্বরে উঠে এসেছেন ৩১ বছর বয়সী জাকারবার্গ। ইগভার এবারে এক ধাপ পিছিয়ে দশম হয়েছেন।
এ বছরে জাকারবার্গের মোট সম্পদমূল্য ৮৬০ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫০ কোটি মার্কিন ডলার। মার্কিন সাময়িকী ফোর্বস-এর তালিকায় একই পরিমাণ সম্পদ নিয়ে ১৬ নম্বরে আছেন জাকারবার্গ।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক পুঁজিবাজার সূচক স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের (এসঅ্যান্ডপি) তালিকায় বিশ্বের সবচেয়ে সম্পদশালী ১০ প্রতিষ্ঠানের তালিকায় ঢুকে পড়েছে ফেসবুক। এ তালিকার অষ্টম অবস্থানে আছে ফেসুবক। বর্তমানে বাজারে ফেসবুকের মূল্য দাঁড়িয়েছে সাড়ে ২৭ হাজার কোটি ডলার। তালিকার শীর্ষে থাকা অ্যাপলের বাজারমূল্য ৭৬ হাজার কোটি ডলার।
বাজার বিশ্লেষকেরা বলছেন, গত মঙ্গলবার মার্কিন পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম বেড়ে সর্বোচ্চ ৯৮ দশমিক ৩৯ ডলারে চলে যাওয়ায় কোম্পানিটির বাজারমূল্য এত বেড়েছে। ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন ব্যবসা ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য ব্যবসাও ভালো চলায় দিন দিন বেড়েই চলেছে এটির বাজারমূল্য।
সম্পদের মূল্যমান বিবেচনায় ব্লুমবার্গের তালিকায় অষ্টম স্থানে থাকা ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনের চেয়ে ৩০ কোটি ডলার পিছিয়ে আছেন জাকারবার্গ। ল্যারির সম্পদের পরিমাণ ৪ হাজার ৩৪০ কোটি ডলার। তালিকার সপ্তম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর সম্পদের পরিমাণ ৪ হাজার ৩৫০ কোটি ডলার।
ব্লুমবার্গের তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইনডিটেক্সের মালিক অ্যামানসিও ওর্তেগা, যার সম্পদের পরিমাণ ৭ হাজার ৮ কোটি ডলার। তৃতীয় স্থানে রয়েছেন বিনিয়োগগুরু খ্যাত ওয়ারেন বাফেট। তাঁর সম্পদের পরিমাণ ৬ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার।
ফেসবুক নিয়ে জাকারবার্গ যেভাবে এগোচ্ছেন, তাতে কবে যে তিনি বিশ্বের শীর্ষ ধনী হয়ে যান সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: টেলিগ্রাফ, ব্লুমবার্গ