ই-লার্নিং হবে ডিজিটাল বাংলাদেশের আলোকবর্তিকা

ই-লার্নিং হবে ডিজিটাল বাংলাদেশের আলোকবর্তিকা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান এসবিআইটি ইনকরপোরেটেডের উদ্যোগে গতকাল বুধবার রাজধানীর বিসিসি মিলনায়তনে ই-লার্নিং (ইন্টারনেটের মাধ্যমে দেওয়া দূরশিক্ষণ) নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘সরকারি-বেসরকারি খাতের মিলিত সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে বিশ্বমানের শিক্ষা দ্রুত পৌঁছে দেওয়া আমাদের ই-লার্নিং উদ্যোগের মূল লক্ষ্য।’ এতে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-লার্নিং বিশেষজ্ঞ জাহিদ হোসেন, প্রগতি সিস্টেমসের প্রধান নির্বাহী শাহাদাত খান, মুক্ত সফটের প্রধান নির্বাহী মাহমুদুর রহমান এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ বক্তব্য দেন।
সেমিনারে মোবাইলযন্ত্র ব্যবহার করে ই-লার্নিং বিষয়ে মূল প্রবন্ধ পড়েন সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান ভিবি ইশকুলের প্রধান কারিগরি কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এ ছাড়া সেমিনারে বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বাংলাদেশ সরকারের জন্য ই-লার্নিং রোডম্যাপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ আখতার হোসেন ‘ই-লার্নিং ইন বাংলাদেশ: একাডেমিক পার্সপেক্টিভ’ এবং কোর নলেজের প্রধান নির্বাহী মুবাশ্বের মুনাফ ‘বাংলাদেশে করপোরেট ই-লার্নিং’বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। রাহিতুল ইসলাম