ইনফো সরকারের দুটি প্রকল্পে কারিগরি সহায়তা করবে রিভ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘জাতীয় আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো সরকার)’-এর দুটি প্রকল্পে কারিগরি সহায়তা দেবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। এ ব্যাপারে বুধবার রাতে রাজধানীতে রিভ সিস্টেমসের নিজস্ব কার্যালয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আলাদা দুটি চুক্তিপত্রে সই করেন ইনফো সরকারের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম এবং রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজমত ইকবাল।
চুক্তি হওয়ার পর সাইফুল ইসলাম বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের সব সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন রিভ সিস্টেমসের গ্রুপ সিইও রেজাউল হাসান, প্রধান বিপণন কর্মকর্তা রায়হান হোসেনসহ অনেকে। রিভ যে দুটি প্রকল্পের কারিগরি সহায়তা করবে তার একটি হলো সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোর ঢাকা কার্যালয়ের সঙ্গে বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের ফাইল আদান-প্রদান, তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক যোগাযোগ স্থাপনের জন্য একটি ইন্ট্রানেট ব্যবস্থা গড়ে তোলা। অপর প্রকল্পটি হলো, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রুখতে অনলাইনে অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেসবের পর্যবেক্ষণ এবং সহায়তা দিতে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা।
রাফাত জামিল