গিগাবাইটের জেড ৯৭ মাদারবোর্ড বাজারে

গিগাবাইট জি১ স্নাইপার জেড ৯৭ মাদারবোর্ড
গিগাবাইট জি১ স্নাইপার জেড ৯৭ মাদারবোর্ড

গিগাবাইট জি১ স্নাইপার জেড ৯৭ মাদারবোর্ড দেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। এই মাদারবোর্ডে ইনটেলের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসর সমর্থন করে।
স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, গিগাবাইটের মাদারবোর্ডটিতে রয়েছে অনবোর্ড ক্রিয়েটিভ সাউন্ড কোর থ্রিডি কোয়াড কোর অডিও প্রসেসর, এএমপি আপ অডিও টেকনোলজি, অডিও নয়েজ গার্ড, গোল্ড প্লেটেড ডিসপ্লে ও অডিও পোর্ট, হাই এন্ড নিশিকন অডিও ক্যাপাসিটর সুবিধা।
এ ছাড়াও মাদারবোর্ডে রয়েছে কিলার ই২২০০ গেমিং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, এক্সট্রিম মাল্টি গ্রাফিকস সাপোর্ট, লং লাইফস্প্যান ডিউরেবল ব্ল্যাক সলিড ক্যাপস, ইজি টিউনসহ অ্যাপ সেন্টার, ক্লাউড স্টেশন ইউটিলিটি এবং ডুয়াল বায়োস।
মাদারবোর্ড কিনলে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। মাদারবোর্ডের দাম পড়বে ১৯ হাজার ৫০০ টাকা।