দেশে এল জাপানের সেকাই ল্যাব

বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে জাপানভিত্তিক সফটওয়্যার কোম্পানি ‘সেকাই ল্যাব বাংলাদেশ লিমিটেড’ (www.sekai-lab.com/en)। গতকাল সোমবার ঢাকার বনানীতে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সেকাই ল্যাব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিরোকি ইনাগাওয়া ও প্রধান জনসংযোগ কর্মকর্তা ইকুমি শিবা। তাঁরা জানান, ২০১৪ সালে জাপানে এটি কার্যক্রম শুরু করে। গত ১ জুলাই থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে বিশ্বের ১৫টি দেশে ৩০০ প্রোগ্রামারের দল আছে। বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও জাপানে সেকাইয়ের নিজস্ব দল আছে, যারা গ্রাহকদের সফটওয়্যার সেবা দিয়ে থাকে। বক্তারা বলেন, বাংলাদেশ দিন দিন তথ্যপ্রযুক্তি সেবানির্ভর দেশ হয়ে উঠছে। এ দেশে এখন নানা ধরনের কার্যক্রমে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।
সেকাই ল্যাব মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদামাফিক সফটওয়্যার তৈরি করে দেবে। পাশাপাশি তারা তথ্যপ্রযুক্তি সেবাও দেবে।