গুগলের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই

সুন্দর পিশাই। ছবি: এএফপি
সুন্দর পিশাই। ছবি: এএফপি

ইন্টারনেট জায়ান্ট গুগলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের কাছ থেকে এই ঘোষণা আসে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আকস্মিকভাবে প্রতিষ্ঠান পুনর্গঠন করেছে গুগল। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন এসেছে।
গুগল একটি নতুন মাদার কোম্পানি এনেছে। নাম অ্যালফাবেট ইনকরপোরেশন। এখন থেকে ওই মাদার কোম্পানির অধীনে কাজ করবে গুগল।
অ্যালফাবেটের সিইও হচ্ছেন ল্যারি পেজ। আর সার্গেই ব্রিন হচ্ছেন প্রেসিডেন্ট।
পুনর্গঠন প্রক্রিয়ায় গুগলের নতুন সিইও হিসেবে কাজ করবেন সুন্দর পিচাই। ৪৩ বছর বয়সী পিচাইয়ের জন্ম ভারতের চেন্নাইয়ে।