স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন

গ্যালাক্সি জে৫, গ্যালাক্সি জে৭
গ্যালাক্সি জে৫, গ্যালাক্সি জে৭

দেশের বাজারে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে স্যামসাং। এই দুটি হলো গ্যালাক্সি জে৭ এবং জে৫। সম্প্রতি নতুন স্মার্টফোন দুটি বাজারে ছাড়ার ঘোষনা দেওয়া হয়। 
স্যামসাং বাংলাদেশের বিপণন ও যোগাযোগ বিভাগের ব্যবস্থাপক তামসিন রাফা জানান, ৮৪টি দেশে স্যামসাংয়ের স্মার্টফোনের সেবা পাচ্ছেন ব্যবহারকারীরা।বাংলাদেশি গ্রাহকদের কথা বিবেচনায় রেখে কম দামে গ্রাহকদের উপযোগী স্মার্টফোন দেশের বাজারে আনার ব্যাপারে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
গ্যালাক্সি জে৭ মডেলের স্মার্টফোনে আছে ৫.৫ ইঞ্চির অ্যামোলেড পর্দা, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা, ১.৫ গিগাবাইট র্যা ম, ৬৪-বিটের অক্টাকোর প্রসেসর, ৩০০০ এমএএইচ ব্যাটারি ইত্যাদি। আছে ৫.০ ইঞ্চির অ্যামোলেড পর্দা, এফ ১.৯ সমৃদ্ধ রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ম্যানুয়াল অ্যাপারচার সেটিংস এবং অ্যাডভান্সড ফটো সেটিংস এবং কোয়াডকোর প্রসেসর। এর দাম ২১ হাজার ৯০০ টাকা।
গ্যালাক্সি জে৫ মডেলের স্মার্টফোনে আছে ৫.০ ইঞ্চির অ্যামোলেড পর্দা, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা, ২৬০০ এমএএইচের ব্যাটারি ইত্যাদি। এর দাম ১৮ হাজার ৯০০ টাকা।
নিজস্ব প্রতিবেদক