এডিসন গ্রুপের নতুন স্মার্টফোন বাজারে

হেলিও এস ১ হ্যান্ডসেট হাতে বাম থেকে গ্রামীণফোনের বিপণন বিভাগের ডেপুটি পরিচালক সৈয়দ তাহমিদ আজিজুল হক, এডিসন গ্রুপের বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক, জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, গ্রামীণফোনের ডিজিটাল ও ডিভাইস বিভাগের প্রধান সাব্বির হোসাইন ও ডিভাইস বিভাগের প্রধান সরদার শওকত আলী।
হেলিও এস ১ হ্যান্ডসেট হাতে বাম থেকে গ্রামীণফোনের বিপণন বিভাগের ডেপুটি পরিচালক সৈয়দ তাহমিদ আজিজুল হক, এডিসন গ্রুপের বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক, জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, গ্রামীণফোনের ডিজিটাল ও ডিভাইস বিভাগের প্রধান সাব্বির হোসাইন ও ডিভাইস বিভাগের প্রধান সরদার শওকত আলী।

আজ যমুনা ফিউচার পার্কের গ্রামীণফোন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এডিসন গ্রুপ ও গ্রামীণফোন যৌথভাবে হেলিও এস ১ নামের স্মার্টফোন উন্মুক্ত করেছে। ফোরজি সুবিধার ফোনটির সঙ্গে গ্রামীণফোন ৫০০ মেগাবাইট ডেটা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে।

বাজারে আসার বেশ কিছুদিন আগে থেকেই ফোনটি সম্পর্কে নানা প্রচার চালাচ্ছে এডিসন গ্রুপ। চলতি মাসের শুরুতে হেলিও ব্র্যান্ড নাম দিয়ে নতুন স্মার্টফোন বাজারে আনার কথা জানায় প্রতিষ্ঠানটি। ১৮ আগস্ট থেকে হেলিও এস ১ নামের স্মার্টফোনের আগাম ফরমায়েশ নিতে শুরু করে। এডিসন গ্রুপের বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে হেলিও এস ১ স্মার্টফোনটির প্রিবুকিং এক হাজার ছাড়িয়ে গেছে।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বিপণন বিভাগের ডেপুটি পরিচালক সৈয়দ তাহমিদ আজিজুল হক, এডিসন গ্রুপের বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক ও জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, গ্রামীণফোনের ডিজিটাল ও ডিভাইস বিভাগের প্রধান সাব্বির হোসাইন ও ডিভাইস বিভাগের প্রধান সরদার শওকত আলী।
হেলিও এস ১ স্মার্টফোন সম্পর্কে এডিসন গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত হেলিও স্মার্টফোনটিতে রয়েছে পাঁচ ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে, পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। দুই সিম সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজ প্রসেসর, দুই জিবি র‍্যাম, দুই হাজার ৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা। দাম ১৭ হাজার ৯৯০ টাকা।