ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েড ফোন 'ভেনিস'

ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েডচালিত ভেনিস ফোনটি অনেকটা এ রকমই হতে পারে।
ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েডচালিত ভেনিস ফোনটি অনেকটা এ রকমই হতে পারে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করছে এক সময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির তৈরি প্রথম অ্যান্ড্রয়েডচালিত ফোন নিয়ে প্রযুক্তি-বিশ্লেষকেদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকের ধারণা এ ফোনটির নাম হবে ‘ভেনিস’।
প্রযুক্তি-বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে ভেনিস ফোনটির নানা রকম ছবিও প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি টুইটারে মোবাইল ফোন বিষয়ক তথ্য ফাঁস করার জনপ্রিয় অ্যাকাউন্ট ইভলিকসেও ভেনিস ফোনটির তথ্য ফাঁস হওয়ায় ভেনিসের বাজারে আসা নিয়ে গুজব আরও ডালপালা মেলেছে।
ভেনিস ফোনটি হতে পারে স্লাইডারযুক্ত একটি স্মার্টফোন যার সামনে বাঁকানো কাচের ডিসপ্লে ও হার্ডওয়্যার কিবোর্ড থাকবে।
ভেনিস ফোনটিতে ডুয়াল এলইডি ফ্ল্যাশযুক্ত ১৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ফোনটির ওপরের দিকে সিম কার্ড ও মাইক্রোএসডি কার্ডের স্লট, বাম দিকে পাওয়ার বাটন ও ডান দিকে থাকবে ভলিউম বাটন। ব্ল্যাকবেরির পাসপোর্ট স্মার্টফোনটির মতোই এ ফোনটির ব্যাটারিও আলাদা করা যাবে না।
অ্যান্ড্রয়েডচালিত ব্ল্যাকবেরির স্লাইডার ফোনটি বাজারে আসবে কিনা তা জানতে নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও এ বছরের নভেম্বরে নতুন স্মার্টফোন বাজারে আনতে পারে বলে প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন। (জিএসএমঅ্যারেনা, আইবিএনলাইভ)