এখনো জমে ওঠেনি প্রযুক্তি বাজার

ঈদের ছুটির পর ঢাকার প্রযুক্তি বাজারগুলো এখনো জমে ওঠেনি। ক্রেতাদের উপস্থিতি কম। প্রতিটি প্রযুক্তি বাজারের চিত্র প্রায় একই রকম। কয়েকজন বিক্রেতা জানান, ঈদের ছুটি শেষে লোকজন ঢাকায় ফিরতে শুরু করেছেন৷ তাঁদের আশা এক-দুই দিনের মধ্যে বাজার আবার জমে উঠবে৷ গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আইথ্রি ৩.৩০ গিগাহার্টজ (গি.হা.) ৯,৩০০; কোর আইথ্রি ৩.১০ গি. হা. ৮, ০০০; কোর আই ফাইভ ৩.২০ গি. হা. ১৬,০০০ ও কোর আই সেভেন ৩.৪০ গি. হা. ২৫,৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ ৭৮ এলটি-এসটুপি এএমডি ৪,৬০০; এসরক এমডি ৯৬০ জিএম-ভিজিএস-৩ ৪,২০০ ও ফক্সকন এইচ ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা। র‍্যাম: ডিডিআর-৩: অ্যাপাসার ২ গিগাবাইট (গি. বা.) ১,৭০০; এডেটা ৪ গি. বা. ৩,০০০; ট্রানসেন্ড ৪ গি. বা. ৩,৩৫০ ও ৮ গি. বা. ৬,২০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি. বা. ৪,৫০০; ট্রানসেন্ড এক্সটার্নাল ১ টে. বা. ৫০০ জি. বি. ৪,৬০০ ও স্যামসাং ৩২০ গি. বা. ৭,০০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,৫০০; ডেল ১৭ ইঞ্চি ৯,৬০০; আসুস ১৮.৫ ইঞ্চি ৮, ২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০, ১৮.৫ ইঞ্চি ৭,৮০০ ও ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: এইচপি (বাল্ক) ১,৩০০, বক্স ১,৪০০ ও ইউএসবি ২,৫০০ টাকা। স্যামসাং ১৬ এক্স ১,৭০০ ও ২৪ এক্স ১,৬৫০ টাকা। কেসিং: ভিশন ৩০০২ ১,৯০০ টাকা ও মিশন ২৩০২ ১,৬০০ টাকা। স্পেস ১,৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ কে৬৭ ২,৪৫০; ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ ও গিগাবাইট ২,১০০ টাকা। মাউস: ভিশন ইউএসবি ১৩০ থেকে ১৮০ টাকা। নিউম্যান ইউএসবি ৩০০, তারহীন ৭০০ ও গেমিং ১,৫০০; এফোরটেক ৩০০ থেকে ২,০০০; লজিক অপটিক্যাল ২০৫ থেকে ৪৫০, তারহীন এলজি-০০১ ৪৫০ ও লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: ভিশন ৮১৫৩ ২৩০ টাকা। বেলকিন ৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ ডব্লিউ ২৬১৩ ৪০০ ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। লজিক ৩০০ থেকে ৩৫০ টাকা। স্পিকার: ইডিফায়ার (২:১) ১,৬০০ থেকে ৩,২০০; মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০; অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা ও ভিকার ২.০ ভিকে-৯০২২ ১৬,০০০ ও সুপার ম্যাক্স ২.১ এসএম-৯০৩ ২৫০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ ও এক্সটার্নাল ডব্লিউ ৭৪,৬০০; রিয়েলভিউ ১,৬৫০; গেডমি ১,৫০০ ও গেডমি স্পিড ১,৯০০ টাকা। প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২ পিক্সমা ৩,০০০; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০; এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০; এপসন এম-১২০০ ৭,২০০ ও স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা। ইউপিএস: টেকফাইন ৬৫০ ভিএ ২,৫০০ ও ১২ ভিএ ৪,৭০০ টাকা। পাওয়ার ভিশন ৬৫০ ভিএ ২,৫০০ টাকা। স্পার্ক পাওয়ার ৬৫০ ভিএ ২,৮০০ ও ১২০০ ভিএ ৫,২০০; অ্যাপোলো ৬৫০ ভিএ ২৮৫০ ও ১২০০ ভিএ ৫,০০০ টাকা। পিসি পাওয়ার ৬৫০ভি ২৯০০ ও ১২০০ভি ৫০০০ টাকা।
গ্রাফিকস কার্ড: জোট্যাক ২১০ টিসি ডিডিআর৩-১ গি. বা. ২,৭০০; ২১০ডি-৩ ১ গি. বা. ২,৯৫০; ৬১০ ২ গি. বা. ৪,৩৫০ ও ৭৩০ ৪ গি. বা ৭,৫০০ টাকা। গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি. বা. ৪,১০০; গিগাবাইট ৫৪৫০ ১ গি. বা.৩, ২০০ টাকা।
পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি. বা. ৫৫০ ও ১৬ গি. বা. ১০০০; অ্যাপাসার ৪ গি. বা.৪৮০ ও ৮ গি. বা. ৫০০; এডেটা ৮ গি. বা. ৫৫০ ও ৩২ গি. বা. ১,৮০০ এবং ভেরিকো ৮ গি. বা. ৫০০ টাকা।
বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি. বা. ৫,৩০০; ৭৫০ গি. বা. ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি. বা. ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭৪০০; এডেটা ৫০০ গি. বা ৫০০০ ও ১ টেরাবাইট ৭,২০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম