ফ্ল্যাশ ছাড়াই ঝকঝকে ছবি

ফ্ল্যাশ ছাড়াই ছবি তোলার জন্য বিশেষ সেন্সর উদ্ভাবন করেছেন গবেষকেরা
ফ্ল্যাশ ছাড়াই ছবি তোলার জন্য বিশেষ সেন্সর উদ্ভাবন করেছেন গবেষকেরা

আবছা আলোতেও ঝকঝকে পরিষ্কার ছবি তুলতে চান অথচ ক্যামেরায় ফ্ল্যাশ নেই বলে দুশ্চিন্তায় পড়েছেন? সিঙ্গাপুরের গবেষকেরা জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে কাজের  উপযোগী একটি সেন্সর উদ্ভাবন করেছেন তাঁরা।
সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা নতুন ইমেজিং সেন্সর উদ্ভাবনের দাবি করেছেন যা আবছা আলোতেও ফ্ল্যাশ ছাড়াই ঝকঝকে ছবি তুলতে আলোকচিত্রীদের সহায়ক হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গ্রাফিনি বা পাতলা কার্বন থেকে এ সেন্সর উদ্ভাবন করেছেন সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষক ওয়াং ওজি।
ওয়াং জানিয়েছেন, তাঁর তৈরি ইমেজিং সেন্সর দৃশ্যমান এবং ইনফ্রারেড আলোতে অতিমাত্রায় সংবেদনশীল। এ সেন্সর নাইকন ক্যামেরা থেকে শুরু করে সার্ভেল্যান্স ও স্যাটেলাইট ক্যামেরাতেও ব্যবহার করা যাবে।