বিলুপ্ত হাতির ক্লোন তৈরির সম্ভাবনা

বিলুপ্ত প্রজাতির লোমশ একটি অতিকায় হাতির দেহাবশেষে রক্ত খুঁজে পেয়েছেন রাশিয়ার গবেষকেরা। বিলুপ্ত ওই প্রাণীর দেহাবশেষটি ১০ থেকে ১৫ হাজার বছরের পুরোনো বলে দাবি করা হচ্ছে। প্রাণীটির প্রতিরূপ (ক্লোন) তৈরির গবেষণায় ওই আবিষ্কার বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট গবেষকেরা। তাঁরা বরফাচ্ছাদিত উত্তর মেরুর প্রত্যন্ত একটি দ্বীপে সম্প্রতি অভিযানে চালিয়ে প্রায় অবিকৃত অবস্থায় হাতিটির দেহাবশেষ ও রক্ত উদ্ধার করেন। রাশিয়ার নর্থইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটির গবেষক সেমিয়ন গ্রিগরিয়েভ বলেন, স্ত্রী হাতিটি সম্ভবত ৬০ বছর বয়সে মারা গিয়েছিল। এর দেহাবশেষের ওপর রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আগামী কয়েক মাস গবেষণা করবেন। এএফপি।