এয়ারটেল থ্রিজির ডেটা প্যাকেজ ঘোষণা করল

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ক্রিস টবিট
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ক্রিস টবিট

মোবাইল অপারেটর এয়ারটেল আনুষ্ঠানিকভাবে থ্রিজি ডেটা প্যাকেজ ঘোষণা করে েছ।
গতকাল সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, এয়ারটেলের সব প্যাকেজের সর্বনিম্ন গতি হবে এক মেগাবাইট পার সেকেন্ড (এমবিপিএস)। সংবাদ সম্মেলনে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ক্রিস টবিটসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এয়ারটেল বলেছে, তারা টুজির দামে থ্রিজি সেবা দিচ্ছে। এ ক্ষেত্রে এক গিগাবাইট (জিবি) ডেটার দাম ধরা হয়েছে ৩৫০ টাকা, যার মেয়াদ হবে ৩০ দিন। এ ছাড়া তিন দিনে ১৫ মেগাবাইটের (এমবি) জন্য ১৫ টাকা, এক সপ্তাহে ৩০ মেগাবাইটে ৩০ টাকা খরচ পড়বে।
এয়ারটেল গ্রাহকেরা ‘পে অ্যাজ ইউ গো’ শীর্ষক ডেটা প্যাকেজ ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ ৫ গিগাবাইট ৩০ দিনে ৯৫০ টাকায় পাওয়া যাবে। বিশেষ অফারে এয়ারটেল গ্রাহকেরা সর্বনিম্ন ১ জিবি ডেটা প্যাক কিনলে শতভাগ বোনাস পাবেন। নভেম্বর মাসে এই ডেটা প্যাক গ্রহণ করলে প্রতি এক জিবি প্যাক ক্রয়ে ১২ মাসব্যাপী ১২ জিবি বোনাস উপভোগ করতে পারবেন।