ঢাকায় হয়ে গেল নেটওয়ার্ক নিরাপত্তার কর্মশালা

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (অ্যাপনিক) আয়োজনে ঢাকায় হয়ে গেল নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ে একটি কর্মশালা। ৮ থেকে ১১ নভেম্বর ঢাকার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে কর্মশালাটি চলে। এতে ডোমেইন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনস (ডিএনএসসেক) ও নেটওয়ার্ক নিরাপত্তার বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়।

কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ‘ইন্টারনেট নিরাপত্তা এখনকার সময়ে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করব, ইন্টারনেট সোসাইটির এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সর্বশেষ নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবির সহসভাপতি সৈয়দ আলমাস কবির, অ্যাপনিকের সিনিয়র কমিউনিটি রিলেশনশিপ স্পেশালিস্ট শ্রীনিবাস চেন্ডি, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, রবিউল আলম ও মহাসচিব মোহাম্মদ কাওছার উদ্দীন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন অ্যাপনিকের জ্যেষ্ঠ প্রশিক্ষণ বিশেষজ্ঞ নুরুল ইসলাম এবং প্রশিক্ষণ কর্মকর্তা সেইন হারমোসো। —বিজ্ঞপ্তি