'অনন্য' নজির

হাঙ্গেরিতে অন্তঃসত্ত্বা এক নারীর মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হয়ে গিয়েছিল। তার পরও তিনি তিন মাস ধরে জীবিত থেকে অবশেষে একটি সুস্থ শিশু প্রসব করে ‘অনন্য’ নজির তৈরি করেছেন। হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় দেব্রেসেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞান কেন্দ্রের প্রধান বেলা ফুরেদি বলেন, গর্ভধারণের পঞ্চদশ সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন ৩১ বছর বয়সী ওই নারী। গর্ভধারণের ২৭তম সপ্তাহে তিনি ১ দশমিক ৪২ কেজি ওজনের একটি সুস্থ শিশুর জন্ম দেন। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মস্তিষ্ক অকার্যকর অবস্থায়ই ওই নারীকে মোট ৯২ দিন ধরে বাঁচিয়ে রাখা হয়। তাঁর কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। তবে আইনি বাধ্যবাধকতার কারণে ওই নারীর পরিচয় অপ্রকাশিত রাখা হয়েছে।

এএফপি।