শিক্ষার্থীদের জন্য অ্যাপ 'জানো কি?'

এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘জানো কি?’ নামে অ্যাপ তৈরি করেছে ভেঞ্চুরাস লিমিটেড। বিনা মূল্যের অ্যাপটিতে জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ১৯টি বিষয়ের মোট ১০৪টি অধ্যায় যোগ করা হয়েছে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার সব বিষয়ের বহুনির্বাচনী ও সৃজনশীল দুই প্রশ্নেই ভালো করার জন্য যেসব অংশ শিক্ষার্থীদের মুখস্থ করতে হয় এবং অনুশীলন করার প্রয়োজন হয়, সেসব বিষয় যুক্ত করা হয়েছে এই অ্যাপে।
ভেঞ্চুরাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োরিকো উয়েদা জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করা এবং বিশেষ করে শিক্ষামূলক কাজে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে আগ্রহী করার জন্যই আমাদের এই প্রয়াস। অ্যাপটি চলবে অ্যান্ড্রয়েড ফোনে। নামানোর ঠিকানা: http://bit.ly/JanoKi
বিজ্ঞপ্তি