বার্সেলোনায় স্মার্ট প্রযুক্তির চমক

জেডটিই এনেছে ফোরকে প্রযুক্তির ভিডিও দেখার সুবিধাসহ নতুন স্মার্টফোন
জেডটিই এনেছে ফোরকে প্রযুক্তির ভিডিও দেখার সুবিধাসহ নতুন স্মার্টফোন

স্মার্টফোন, মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে যাঁরা কাজ করছেন, কিংবা প্রযুক্তি যাঁরা ব্যবহার করছেন, তাঁদের সবার নজর এখন স্পেনের বার্সেলোনায়।

প্রদর্শনীতে ডয়েচ টেলিকমের স্টলে এসে এক ছেলে মাথায় পরেছে ভার্চ্যুয়াল রিয়ালিটিতে ছবি দেখার যন্ত্র অকুলাস ভিআর
প্রদর্শনীতে ডয়েচ টেলিকমের স্টলে এসে এক ছেলে মাথায় পরেছে ভার্চ্যুয়াল রিয়ালিটিতে ছবি দেখার যন্ত্র অকুলাস ভিআর

২২ ফেব্রুয়ারি থেকে সেখানে শুরু হয়েছে মোবাইল ফোন প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। চলবে কাল ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

দেখানো হচ্ছে ফাইভজি প্রযুক্তির স্মার্টফোন
দেখানো হচ্ছে ফাইভজি প্রযুক্তির স্মার্টফোন
নকিয়া এনেছে ‘ওজো’। এটি ভার্চ্যুয়াল রিয়ালিটির ভিডিও ধারণ করার ক্যামেরা
নকিয়া এনেছে ‘ওজো’। এটি ভার্চ্যুয়াল রিয়ালিটির ভিডিও ধারণ করার ক্যামেরা

এই প্রদর্শনীতে দেখা যাচ্ছে নতুন সব প্রযুক্তি। সেসবের কয়েকটির খবর থাকছে এখানে। সূত্র: এএফপি
জেডটিই এনেছে ফোরকে প্রযুক্তির ভিডিও দেখার সুবিধাসহ নতুন স্মার্টফোন
নকিয়া এনেছে ‘ওজো’। এটি ভার্চ্যুয়াল রিয়ালিটির ভিডিও ধারণ করার ক্যামেরা
প্রদর্শনীতে ডয়েচ টেলিকমের স্টলে এসে এক ছেলে মাথায় পরেছে ভার্চ্যুয়াল রিয়ালিটিতে ছবি দেখার যন্ত্র অকুলাস ভিআর
দেখানো হচ্ছে ফাইভজি প্রযুক্তির স্মার্টফোন