বেরিয়েছে প্রোগ্রামিং শেখার দুটি বই

.
.

সহজে প্রোগ্রামিং শেখার দুটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। বই দুটি হলো তামিম শাহ্রিয়ার, তাহমিদ রাফি ও তামান্না নিশাতের লেখা ৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান এবং ঝংকার মাহবুবের লেখা হাবুলদের জন্য প্রোগ্রামিং।
দ্বিমিক প্রকাশনী থেকে প্রকাশিত ৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান বইটি মূলত প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাজে লাগবে। ৫২টি প্রোগ্রামিং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। বইয়ের সমস্যাগুলো সমাধান করে যাচাই করা যাবে http://cpbook.subeen.com ওয়েবসাইটে। যারা নতুন নতুন সি প্রোগ্রামিং শিখেছে, তাদের জন্য সহায়ক হবে বইটি। এর দাম ২৪০ টাকা।
আদর্শ থেকে প্রকাশিত হাবুলদের জন্য প্রোগ্রামিং বইটি প্রোগ্রামিংয়ে যারা একেবারে নতুন বা প্রোগ্রামিং শিখতে চায়, তাদের জন্যই উপযোগী। আশপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে সহজ ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর চেষ্টা করা হয়েছে বইটিতে। শিক্ষার্থীসহ প্রোগ্রামিংয়ে আগ্রহী যে কারোরই কাজে লাগবে বইটি। এর দাম ২০০ টাকা।