ডিজিটাল ললিপপ!

ডিজিটাল ললিপপ!
ডিজিটাল ললিপপ!

নানা স্বাদের অনুভূতি দিতে বিজ্ঞানীরা এবার তৈরি করেছেন একটি বিশেষ প্রযুক্তির ডিজিটাল ললিপপ। এটি লোভনীয় খাবারের বাস্তব স্বাদ দিতে পারবে বলে দাবি করা হচ্ছে। জিহ্বার সংস্পর্শে এলে যন্ত্রটি বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে স্বাদগ্রন্থিগুলোকে উদ্দীপিত করে। পাশাপাশি বিভিন্ন তাপমাত্রায় সক্রিয় বিচিত্রসব অনুভূতিও তৈরি করে। গোটা প্রক্রিয়াটি মানুষের মস্তিষ্কে এক ধরনের বিভ্রম তৈরি করে। ফলে মানুষটি মনে করে যেন সত্যিকারের খাবারের স্বাদ নিচ্ছে। গবেষণায় নেতৃত্ব দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের প্রকৌশলী নিমেশা রানাসিংহে। তাঁর মতে, নতুন প্রযুক্তিটি চিকিৎসাক্ষেত্রেও কাজে লাগতে পারে। এই ডিজিটাল ললিপপ চার ধরনের স্বাদের (টক, মিষ্টি, লোনা ও তেতো) অনুভূতি তৈরি করতে পারে। ইনডিপেনডেন্ট।