অন্যের খেলা দেখে কর্মক্ষমতা বৃদ্ধি!

খেলার অনুশীলনের পাশাপাশি খেলা দেখেও মানুষ নিজের কর্মক্ষমতা বাড়াতে পারে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির একদল গবেষক বলছেন, অন্যের খেলা দেখার সময় দর্শকের হূদ্স্পন্দন ও শারীরিক অন্যান্য প্রক্রিয়ার গতি বাড়ে। পরিণামে শ্বাস-প্রশ্বাস, ত্বকে রক্তপ্রবাহ ও ঘাম নিঃসরণ প্রভৃতিও গতিশীল হয়। এতে শারীরিক সামর্থ্য কিছুটা হলেও বাড়ে। অবশ্য কেবল নিজে পরিশ্রম করলেই কর্মক্ষমতা বাড়ে বলে এত দিন পর্যন্ত ধারণা প্রচলিত ছিল। গবেষণায় নেতৃত্ব দেন চিকিৎসাবিজ্ঞানী ভন মেসফিল্ড। ফ্রন্টিয়ার্স ইন অটোনোমিক নিউরোসায়েন্স সাময়িকীতে এ গবেষণা নিবন্ধ গতকাল রোববার প্রকাশিত হয়। শারীরিক পরিশ্রমের কোনো দৃশ্য যখন কেউ দেখেন, তখন তাঁর মাংসপেশির সংবেদনশীল স্নায়ুর তৎপরতাও বেড়ে যায়।  এএফপি।