সাধ্যের মধ্যে চাই সেরা ল্যাপটপ

ডেস্কটপের তুলনায় ল্যাপটপ কম্পিউটারের ক্রেতা বেশি ঢাকার প্রযুক্তিবাজারগুলোতে। ল্যাপটপ কেনার আগে যাচাই-বাছাই করে নেন ক্রেতারা। নিজের প্রয়োজন ও বাজেট—এ দুইয়ের সঙ্গে মেলানোর চেষ্টা করেন। ল্যাপটপ কম্পিউটার কেনার সময় একটানা দীর্ঘক্ষণ চলে এমন ব্যাটারির ওপরে অনেকে গুরুত্ব দিচ্ছেন। অনেকের লক্ষ্য ভালো মানের গ্রাফিকস কার্ড। আকারে ছোট নোটবুকের চাহিদা মাস কয়েক আগেও বেশ ভালো ছিল, এখন কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। গতকাল বুধবার ঢাকার কয়েকটি প্রযুক্তিবাজার ঘুরে পাওয়া ল্যাপটপ ও নেটবুকের দাম নিচে দেওয়া হলো।

ল্যাপটপ
আসুস: এক্স ৪৫০সিএ ১.৮ গিগাহার্টজ (গি.হা.) কোর আইথ্রি প্রসেসর ৭৫০ গিগাবাইট (গি.বা.) হার্ডডিস্ক ৩৮,০০০ টাকা। এ৪৪ এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩১,৫০০ টাকা। এইচপি: ১৫-আর০৪৩টিইউ কোর আইথ্রি ১.৯০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৪,৫০০ টাকা। ২৪২জি ১৩১১০এম কোর আইথ্রি ২.৪০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬ ২৩১১টিইউ ২.৬ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৯,০০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার ১.৩ গি.হা. কোর আইফাইভ প্রসেসর ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আইফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। ডেল: ইনস্পায়রন এন ৫৪১৮ কোর আইফাইভ ২.২০ গি.হা. প্রসেসর ১ টেরাবাইট (টে.বা.) হার্ডডিস্ক ৫২,০০০ টাকা। ইনস্পায়রন এন ৩৫৪৩ কোর আইথ্রি ২.০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৫,৫০০ টাকা। ইনস্পায়রন এন৩৪২১ কোর আইথ্রি ১.৮০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩২,৮০০ ও এন৪০৫০ কোর আই ফাইভ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৫,৮০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ই৫-৪৭৩ জি ২.০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৪ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। অ্যাস্পায়ার ভি৫-৪৩১ ১.৫ গি.হা. ডুয়াল কোর প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,৮০০ টাকা। স্যামসাং: এনপি ৩৫০ ভি৪ এক্স-এ ০৭ বিডি ২.৫ গিগাহার্টজ (গি.হা.) কোর আইথ্রি ৫০০ গিগাবাইট (গি.বা.) ৩৭,৫০০ টাকা। এনপি ৪৫০ আর৪ ভি-এক্স ০২ বিডি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৯,০০০ টাকা ও এনপি ৩০০ ই৪ভি ২.৫ গি. হা. কোর আইথ্রি, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৪০,৫০০ টাকা। লেনোভো: জি৪০৮০ ২.১০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ১ টে.বা. হার্ডডিস্ক ৩৭,৭০০ টাকা। জি৪০০ ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। জি৪৮০ ২ গি.হা. কোর আই ফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৪,৫০০ টাকা। ফুজিৎসু: এলএইচ ৫৩১ বি ৯৬০ ২.২ গি. হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩০,৫০০ টাকা। এলএইচ ৫৩২ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৬,০০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি ২.৪০ গি.হা. কোর আইথ্রি ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৫৬,৫০০ টাকা। ভায়ো এসভিই ১৪১৩৩সিভিবি ২.৫ গি. হা. কোর আইথ্রি ৫০০ গি. বা. হার্ডডিস্ক ৬২,০০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৪০বি ১.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪০,২০০ টাকা। স্যাটেলাইট এল ৮৪০ ডি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ ও স্যাটেলাইট বি৪০ ২.৪ গি. হা. কোর আইথ্রি ৫০০ গি. বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা।

নেটবুক
আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ ইউ ১.৫০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৫,৫০০ টাকা। এক্স৪৫১সিএ সিডিসি ১০৭ইউ ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৫,৭০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০ ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক ২৩,৬০০ টাকা। ওয়ান-৭২৫ এএমডিসি৬০ ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৬,৩০০ টাকা। স্যামসাং: অ্যাটম এন ২১০০ ১.৬ গি. হা. ৩২০ গি. বা. ২১,০০০ টাকা। এইচপি: এইচপি মিনি ১১০৪১১৭টিইউ ১.৬ গি. হা. ৩২০ গি. বা. ২৬,০০০ টাকা ও ১১০-৪১১২ টিইউ ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি. বা. ২৪,০০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম