দৃষ্টিহীনদের জন্য কৃত্রিম চোখ

দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার মানাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি নতুন প্রযুক্তির বায়োনিক চোখ উদ্ভাবন করেছেন।

গবেষকেদের দাবি, এ চোখ প্রতিস্থাপিত হলে দৃষ্টিহীন ব্যক্তির পক্ষে আলো ও বিভিন্ন আকারের বস্তু দেখতে পাওয়া সম্ভব হবে।

গবেষকেরা দাবি করেছেন যে, বিশ্বে প্রথমবারের মতো ওয়্যারলেস বা তারবিহীন প্রযুক্তির বায়োনিক চোখ উদ্ভাবন করেছেন তাঁরা। গবেষকেরা কৃত্রিম এই চোখ প্রতিস্থাপনের সময় মস্তিষ্কে বিশেষ একটি কম্পিউটার বসিয়ে দেন। এ কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা প্রায় স্মার্টফোনের প্রসেসিং ক্ষমতার সমান।

গবেষকেরা জানিয়েছেন, কৃত্রিম চোখ প্রতিস্থাপন করা ব্যক্তিকে বিশেষ একটি চশমা পরতে হয়। চোখে পরে থাকা চশমায় থাকে ক্যামেরা, যা চারপাশের বস্তু থেকে সংকেত নিয়ে তারবিহীন প্রযুক্তিতে মস্তিষ্কে পৌঁছে দিতে পারে।

গবেষকেরা শিগগিরই এ প্রযুক্তিটি শিগগিরই পরীক্ষা করে দেখবেন। তাঁরা আশা করছেন, ছোটো আকারের এ বায়োনিক চোখ প্রতিস্থাপন করা হলে ফুটপাতে চলার মতো কাজগুলো সহজেই করতে সক্ষম হবেন দৃষ্টিহীনরা।