যাত্রা শুরু করল ই.কো বাংলাদেশ

দেশে নেটওয়ার্ক-যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই.কো বাংলাদেশ লিমিটেড। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লোগোও উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এন আই খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন ই.কোর গ্রুপ সিইও জেমস ম্যাকলরিন ও ই.কো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু রোল্ট।
মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের নতুন উদ্যোগ ই.কো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ই.কো বাংলাদেশ লিমিটেড। এটি স্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি থেকে প্যাসিভ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অধিগ্রহণ করেছে।
এ ছাড়া ই.কো বাংলাদেশ ওয়াই ফাই, ওয়াইম্যাক্স ও যোগাযোগের প্রয়োজনীয়তা সম্পন্ন প্রতিষ্ঠানগুলোকেও সহায়তা করবে।
অ্যান্ড্রু রোল্ট বলেন, ‘স্বাধীন বাংলাদেশের ৪২তম বিজয়ের মাসের উদ্যাপনের মধ্য দিয়ে দেশটির উজ্জ্বল ভবিষ্যতের একটি অংশ হতে পেরে আমরা গর্বিত।’
জেমস ম্যাকলরিন বলেন, ‘বাংলাদেশের যোগাযোগ খাতের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। এই সম্ভাবনাকে কাজে লাগাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ই.কো বাংলাদেশ লিমিটেড।’ বিজ্ঞপ্তি।