নেটওয়ার্কিং ও আইসিটি পেশা জনপ্রিয় করার উদ্যোগ

সিসকো নেটওয়ার্কিং একাডেমি ও সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশনের সহায়তায় শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পেশাকে জনপ্রিয় করতে গতকাল মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ‘শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং ও আইসিটি পেশাকে অধিকতর আকর্ষণীয়করণ প্রকল্প’ নামের এই উদ্যোগের উদ্বোধন করেন ডিআইইউর উপাচার্য ইউসুফ এম ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক, পরিচালক মোস্তফা কামাল, মমিনুল হক মজুমদার, মোহাম্মদ ইমরান হোসেনসহ অনেকে।
ডিআইইউর সিসকো নেটওয়ার্কিং একাডেমির সহায়তায় এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী এবং আইসিটি ও নেটওয়ার্কিং পেশাজীবীদের প্রশিক্ষণ দেবে। প্রকল্পটির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ প্রশিক্ষণ নিতে পারবে।
বিজ্ঞপ্তি