আইওএস ৯ কে ছাড়িয়ে ১০

আইওএস ১০
আইওএস ১০

অ্যাপলের হালনাগাদ মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ১০ ব্যবহারের হার আইওএস ৯ সংস্করণকে ছাড়িয়ে গেছে। গ্রাহকের কাছে সহজলভ্য হওয়ার দুই সপ্তাহের মধ্যেই অ্যাপলের তৈরি ৫৫ শতাংশ যন্ত্রে আইওএস ১০ ব্যবহৃত হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান মিক্সপ্যানেলের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ৫৫ দশমিক ২৯ শতাংশ ডিভাইসে আইওএস ১০ ব্যবহৃত হচ্ছে। আইওএস ৯ ব্যবহৃত হচ্ছে ৪৩ দশমিক ৮ শতাংশ যন্ত্রে। পুরোনো আইওএস সংস্করণগুলো সব মিলিয়ে ব্যবহৃত হচ্ছে চার দশমিক ৭১ শতাংশ যন্ত্রে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট রিকোডের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ আইফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আইওএসের হালনাগাদ সংস্করণটি ব্যবহৃত হচ্ছে।অ্যাপল অবশ্য আনুষ্ঠানিকভাবে আইওএস ১০ ব্যবহার সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। ডেভেলপার সাপোর্ট ওয়েবপেজের মাধ্যমে নিয়মিত হালনাগাদ উন্মুক্ত করে অ্যাপল।
আইওএস ১০-এ মেসেজ, ম্যাপস, সিরি, ফটোজ, অ্যাপল মিউজিক, নিউজসহ নানা ফিচার উন্নত করেছে অ্যাপল। বিনা মূল্যের এই হালনাগাদ সংস্করণটি আইওএস সেটিংস অ্যাপের মাধ্যমে সফটওয়্যার আপডেট ফাংশন থেকে পাওয়া যাবে।
তথ্যসূত্র: অ্যাপল ইনসাইডার।