নতুন আইফোনে যা যা নতুন

১ / ৮
হোম বাটন আর থাকছে না। নিজ থেকে সোয়াইপ করলেই চলে যাবে হোমে
হোম বাটন আর থাকছে না। নিজ থেকে সোয়াইপ করলেই চলে যাবে হোমে
২ / ৮
চার্জ ও ইয়ারফোন সুবিধা হয়ে যাচ্ছে তারবিহীন। ফলে ইয়ারফোনের তারের প্যাঁচ লাগার ঝামেলা থেকে মুক্তি মিলবে
চার্জ ও ইয়ারফোন সুবিধা হয়ে যাচ্ছে তারবিহীন। ফলে ইয়ারফোনের তারের প্যাঁচ লাগার ঝামেলা থেকে মুক্তি মিলবে
৩ / ৮
আঙুলের চাপের বদলে ফোন আনলক হবে চেহারা দিয়ে। যাকে বলা হচ্ছে ফেস আইডি
আঙুলের চাপের বদলে ফোন আনলক হবে চেহারা দিয়ে। যাকে বলা হচ্ছে ফেস আইডি
৪ / ৮
ইমোজি হবে প্রাণবন্ত। নিজের মুখের ভাব চলমান ইমোজি দিয়ে প্রকাশ করতে পারবেন
ইমোজি হবে প্রাণবন্ত। নিজের মুখের ভাব চলমান ইমোজি দিয়ে প্রকাশ করতে পারবেন
৫ / ৮
সত্যিকারের ছবির মধ্যে ঢুকে যাবে কল্পনার ডাইনোসর
সত্যিকারের ছবির মধ্যে ঢুকে যাবে কল্পনার ডাইনোসর
৬ / ৮
স্টুডিওর লাইটিং সুবিধা পাওয়া যাবে। ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যাবে আলো
স্টুডিওর লাইটিং সুবিধা পাওয়া যাবে। ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যাবে আলো
৭ / ৮
ছবি তোলার আগে অবজেক্টের গতি ও অবস্থা বুঝে তারপর তুলবে ডুয়াল ক্যামেরা। ফলে ছবি অনেকটা পেশাদার আলোকচিত্রীদের তোলা ছবির মতো
ছবি তোলার আগে অবজেক্টের গতি ও অবস্থা বুঝে তারপর তুলবে ডুয়াল ক্যামেরা। ফলে ছবি অনেকটা পেশাদার আলোকচিত্রীদের তোলা ছবির মতো
৮ / ৮
ওলেড প্রযুক্তি থাকছে। ফোন হাতে নিলেন বা স্ক্রিনে স্পর্শ করলেই স্লিপ মুড থেকে অন হবে ফোন। বাটন আর চাপতে হবে না
ওলেড প্রযুক্তি থাকছে। ফোন হাতে নিলেন বা স্ক্রিনে স্পর্শ করলেই স্লিপ মুড থেকে অন হবে ফোন। বাটন আর চাপতে হবে না