আইফোন ৭ ও ৭ প্লাস

১ / ৭
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আইফোন ৭-এর ঘোষণা দেন টিম কুক। ছবি: রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আইফোন ৭-এর ঘোষণা দেন টিম কুক। ছবি: রয়টার্স।
২ / ৭
অ্যাপলের নতুন পণ্য ঘোষণা দেওয়ার জন্য মঞ্চে অবস্থান নেন টিম কুক। গতকাল বুধবার নতুন আইফোন ও অ্যাপল ওয়াচ ২ উন্মুক্ত করেছে অ্যাপল। ছবি: রয়টার্স।
অ্যাপলের নতুন পণ্য ঘোষণা দেওয়ার জন্য মঞ্চে অবস্থান নেন টিম কুক। গতকাল বুধবার নতুন আইফোন ও অ্যাপল ওয়াচ ২ উন্মুক্ত করেছে অ্যাপল। ছবি: রয়টার্স।
৩ / ৭
এবারে কালো রঙে আইফোন ৭ ও ৭ প্লাস বাজারে এনেছে অ্যাপল। গোল্ড, সিলভার, রোজ গোল্ড রং ছাড়াও জেট ব্ল্যাক ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে আইফোন ৭। ছবি: রয়টার্স।
এবারে কালো রঙে আইফোন ৭ ও ৭ প্লাস বাজারে এনেছে অ্যাপল। গোল্ড, সিলভার, রোজ গোল্ড রং ছাড়াও জেট ব্ল্যাক ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে আইফোন ৭। ছবি: রয়টার্স।
৪ / ৭
আইফোনের ক্যামেরা এবার উন্নত করেছে অ্যাপল। আইফোন ৭-এর সামনে যুক্ত হয়েছে ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ক্যামেরা। ছবি: রয়টার্স।
আইফোনের ক্যামেরা এবার উন্নত করেছে অ্যাপল। আইফোন ৭-এর সামনে যুক্ত হয়েছে ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ক্যামেরা। ছবি: রয়টার্স।
৫ / ৭
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস অ্যাপল ওয়াচ সিরিজ ২-এর তথ্য জানান। এতে থাকছে দ্রুতগতির প্রসেসর, অধিক উজ্জ্বল স্ক্রিন, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য জিপিএস চিপ সুবিধা। ছবি রয়টার্স।
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস অ্যাপল ওয়াচ সিরিজ ২-এর তথ্য জানান। এতে থাকছে দ্রুতগতির প্রসেসর, অধিক উজ্জ্বল স্ক্রিন, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য জিপিএস চিপ সুবিধা। ছবি রয়টার্স।
৬ / ৭
অ্যাপলের প্রধান বিপণন কর্মকর্তা ফিল শিলার নতুন আইফোনের ১০টি নতুন ফিচারের কথা বলেন। ছবি রয়টার্স।
অ্যাপলের প্রধান বিপণন কর্মকর্তা ফিল শিলার নতুন আইফোনের ১০টি নতুন ফিচারের কথা বলেন। ছবি রয়টার্স।
৭ / ৭
সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হচ্ছে নতুন আইফোনের। ৩২ জিবির আইফোন ৭ বিক্রি হবে ৬৪৯ মার্কিন ডলারে। ৭ প্লাসের দাম হবে ৭৬৯ মার্কিন ডলার। ছবি: রয়টার্স।
সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হচ্ছে নতুন আইফোনের। ৩২ জিবির আইফোন ৭ বিক্রি হবে ৬৪৯ মার্কিন ডলারে। ৭ প্লাসের দাম হবে ৭৬৯ মার্কিন ডলার। ছবি: রয়টার্স।