ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাঁর জন্ম হংকংয়ে, ১৯৮৪ সালের ১৬ জুলাই। ক্যাটরিনার বাবা মোহাম্মদ কাইফ কাশ্মীরী এবং মা সুজানা টারকোট ব্রিটিশ। মুসলিম বাবা এবং খ্রিষ্টান মায়ের সন্তান হলেও নিজে কোন ধর্মের অনুসারী, সে বিষয়ে কখনোই খোলাসা করে কিছু বলেননি ক্যাটরিনা। এখন পর্যন্ত বহুবার মসজিদ, মন্দির, গির্জা এবং সুফি মাজারে ভ্রমণ করতে দেখা গেছে তাঁকে। একবার এক সাক্ষাত্কারে ক্যাটরিনা জানিয়েছিলেন, সব সময় তাবিজ পরেন তিনি।
খুব ছোট থাকতেই মা-বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মায়ের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন ক্যাটরিনা। সেখানেই তাঁর বেড়ে ওঠা। মডেলিংয়ের মাধ্যমে পেশাজীবন শুরু করেন ক্যাটরিনা। ২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরিবারের সবাই যুক্তরাজ্যে বসবাস করলেও, কাজের তাগিদে ভারতে স্থায়ী নিবাস গেড়েছেন ক্যাটরিনা।
বলিউডের পাশাপাশি তেলেগু ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন ক্যাটরিনা। এখন পর্যন্ত বহু ব্যবসাসফল ছবি এবং সাবলীল অভিনয় উপহার দিয়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ক্যাটরিনা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘নিউইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘এক থা টাইগার’, ‘যব তক হ্যায় জান’ এবং ‘ধুম ৩’।
এক দশকের অভিনয়জীবনে কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার, পিপলস চয়েস, স্টারডাস্ট, আইফা, জি সিনে, স্টার স্ক্রিন, রাজীব গান্ধী অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার ঝুলিতে ভরেছেন ক্যাটরিনা কাইফ।

আরও