'জরিনা বেওয়ার আনন্দাশ্রু'

জোরে ডাকার পর ঘর থেকে বেরিয়ে যখন কম্বল হাতে পেলেন, জরিনা বেওয়ার (৭০) তখন আনন্দ ধরে না। সে আনন্দ এমন, কেঁদেই ফেললেন। চোখ মুছতে মুছতে বললেন, ‘হামার আগোত জমিজমা মেলা আছলো। অ্যালা কিছুই নাই। অভাবে জারের কাপড় কিনবারও পাই না। ফির শরমে করোটে কিছু চাবারও পাই না। তোমালা বাড়িত আসি ডুশা (কম্বল) দিয়া মোর জারের (শীত) কষ্ট দূর করনেন।’

লালমনিরহাটের পাটগ্রামের কুলিবাড়ি গ্রামের হতদরিদ্র জরিনার মতো আরও অনেকের মুখে হাসি ফুটেছে কম্বল পেয়ে। ঘুচেছে শীতের কষ্ট। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত দুই দিনে আট জেলায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে ১ হাজার ৩৭০টি কম্বল বিতরণ করেছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। এর মধ্যে ভোলা ও  চাঁপাইনবাবগঞ্জে এ শীতবস্ত্র বিতরণে সহায়তা করেছে সিটিব্যাংক এনএ বাংলাদেশ।

প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

লালমনিরহাটের পাটগ্রাম বন্ধুসভার সদস্যরা ১ নম্বর কুচলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ২০ শিক্ষার্থীসহ উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের মেম্বারেরবাড়ি, কুচলিবাড়ি, দৌলতপুর গ্রাম, পানবাড়ি, ভান্ডারদহ, ঝাকুয়াটারীসহ বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ১৫০ শীতার্ত নারী-পুরুষ-শিশুর মধ্যে কম্বল বিতরণ করেছেন। কম্বল পেয়ে আজিজার রহমান (৭৫) বলেন, ‘এই ঠান্ডা সহ্য করবার না পাইয়া মুই কত যে রাইতোত কান্দিছুং (কান্নাকাটি)। তোমরা আজ মোর চোখের পানি মুছে দিলেন বাহে।’ কম্বল বিতরণের সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল গফুর, পাটগ্রাম বন্ধুসভার সভাপতি অজিত রঞ্জন রায়, সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ও সীমান্ত এলাকা ঘুরে দরিদ্র, গৃহহীন, ছিন্নমূল, প্রতিবন্ধী, পঙ্গু ও দলিত জনগোষ্ঠীর ১৭০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। কুঞ্জবন, শিশিরবাড়ি চা-বাগান, পুটিয়া চা-বাগান, রামনগর মণিপুরীপাড়া ও পৌর শহরে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া সিন্দুরখানের কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শিক্ষক আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্রভূমির গহিনে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার (বাবুডাইং আদিবাসী বিদ্যালয়) শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে নিজেও কম্বল পেলেন অশীতিপর দুর্গা কোল টুডু। তিনি বলেন, ‘এমুন জারের সময় কম্বলটা খুব দরকার ছিল। কম্বল প্যায়া ছাত্রছাত্রীরাও খুশি, হামরাও খুশি।’ এ পাঠশালার ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় বাবুডাইং আদিবাসী গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু, মাধব কোল সরেন, দেবেন কোল হাসদা, বন্ধুসভার সাবেক সভাপতি আলী উজ্জামান নূর, পাঠাগার সম্পাদক সোনিয়া খাতুন, সদস্য জহিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

রংপুরের তারাগঞ্জের লক্ষ্মীপুর, চেয়ারম্যানপাড়া, উত্তরপাড়া ফকিরপাড়া, মাঝেরহাট, মাটিয়ালপাড়া, মেনানগর, হাজীপুর, বমনদিঘী গ্রামের ২০০ জনের মধ্যে ইকরচালী উচ্চবিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তারাগঞ্জ বন্ধুসভার আহ্বায়ক আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শিপুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ শহর, সরকারি পুকুরপাড় ও লক্ষ্মীপুর আবাসন এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চরের মদনপুর আলোর পাঠশালা ও চরপদ্মা মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় কম্বল। কম্বল পেয়ে শিশুরা দারুণ খুশি। শিক্ষার্থীরা সমস্বরে বলেছে, তারা নিয়মিত বিদ্যালয়ে আসবে। ভালো করে পড়বে। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন আলোর পাঠশালার প্রধান শিক্ষক আক্তার হোসেন, চরপদ্মা মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফুর রহমান পাটওয়ারী, সহকারী শিক্ষক একরামুল আলম, উপজেলা বন্ধুসভার সভাপতি মামুনুর রশিদ, মানবসম্পদ-বিষয়ক সম্পাদক মো. শরীফ প্রমুখ।

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সাউদখালী চরে দরিদ্র জেলে ও ভূমিহীন কৃষক পরিবারের মধ্যে ২০০ কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল লতিফ, ইন্দুরকানি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মুনিরুজ্জামান সিকদার, ইন্দুরকানি প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইয়াকুব আলী, বন্ধুসভার বন্ধু শহিদুল্লাহ, তানজীল আহমদ শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গার দামুড়হুদার শান্তিনগর দেওয়ান নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবক মনির খন্দকার, উপজেলা বন্ধুসভার কোষাধ্যক্ষ রেজাউল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।