কম্বল পেল এতিম ও দরিদ্র শিশুরা

এতিম ও হতদরিদ্র ৫০ শিশুকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়।
এতিম ও হতদরিদ্র ৫০ শিশুকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়।

মাঘের শেষ হলেও চুয়াডাঙ্গায় এখনো শীতের বেশ প্রকোপ। এরই মধ্যে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরি গ্রামে এতিম ও হতদরিদ্র ৫০ শিশুকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়েছে। তারা সবাই ওই গ্রামের একটি বেসরকারি এতিমখানার বাসিন্দা।

তেঘরি গ্রামের তেঘরি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে গতকাল রোববার বিকেলে এসব শিশুর হাতে নানা রঙের কম্বল তুলে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুর রউফ ও চুয়াডাঙ্গা বন্ধুসভার সভাপতি রনি আলম উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত এসব শিশু কম্বল পাওয়ায় এতিমখানার শিক্ষক ও নিবাসী শিশুরা প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। হাসানুজ্জামান নামের এক শিশু বলে, ‘কম্বলডা খুবই ভালো হয়েছে। ছামনের পাঁচ-ছয় বছর শীতকালে আরামচে গায় দিয়ে শীত তাড়াইনো যাবেনে।’ চুয়াডাঙ্গায় গত শনিবার সকালে হালকা বৃষ্টিপাত হয়। এরপর আবার যেন নতুন করে জেঁকে বসার উপক্রম হয়েছে শীতের।