চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙ্গণ কবলিত এলাকায় কম্বল বিতরণ

বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং পিকনিক স্পটের পাশে অবস্থিত নদী ভাঙ্গণ কবলিত এলাকায় আশ্রয় নেয়া মানুষজনের মাঝে রোববার প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়েছে। ছবি: প্রথম আলো
বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং পিকনিক স্পটের পাশে অবস্থিত নদী ভাঙ্গণ কবলিত এলাকায় আশ্রয় নেয়া মানুষজনের মাঝে রোববার প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়েছে। ছবি: প্রথম আলো

বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং পিকনিক স্পটের পাশে নদী ভাঙ্গণ কবলিত এলাকা থেকে আশ্রয় নেয়া ৭০টি পরিবার ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ জন দুস্থ মানুষকে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়েছে। গত ১৩ জানুয়ারি রোববার দুপুরে এ কম্বল বিতরণে সহায়তা করে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুজারুদ্দিন, গ্রামের মোড়ল আতাবুর রহমান, তরিকুল ইসলাম, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস প্রমূখ।

কম্বল পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কুমারী স্বরস্বতী (৭৮), অষ্টমী রবিদাস (৭৫), হাসনারা বেগম বলেন, পদ্মা নদীর ভাঙ্গণে সব হারিয়্যা হামরা এখানে অ্যাসাছি। এত ঠান্ডাতেও হামরা কুনু সাহায্য পাইনি। প্রথম আলোর ল্যাগা হামরা কম্বল পাইনু। প্রথম আলোকে ধন্যবাদ।