চর এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ

গত ১১ জানুয়ারি শুক্রবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়।
গত ১১ জানুয়ারি শুক্রবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়।

হামারঘে চরে খুব জাড়। পদ্দা লোদ্দি থ্যাকা কনকইন্যা বাতাস। হাড়ের ভিতরে ঢুকে ঠান্ডা। খুব কাহিল দশা। কেহু আসে না এ বডারের (সীমান্ত) কান্ধায়। কার্তিক পরামানিকের ল্যাগা আর তোমারঘে ল্যাগা কম্বল পাইনু। আ্ল্লাহ তোমারঘে ভাল কোরবে। গত ১১ জানুয়ারি শুক্রবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করে চাঁপাইনবাবগঞ্জের  সীমান্তবর্তী চরাঞ্চলের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিকের গ্রাম তারাপুর ঠুটাপাড়ার সখিনা বেওয়া (৭০)।

জেলা সদর থেকে প্রায় ৪০ কি.মি দূরে এ গ্রামসহ আশেপাশের গ্রামের ৫০ জন দুস্থ ও প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়। বিতরণে সহায়তা করে কার্তিক পরামানিক ও বন্ধুসভার সদস্যরা।

কার্তিক পরামানিক প্রথম আলোকে বলেন, পদ্মানদীর কাছে চরের এ গ্রামসহ আশেপাশের গ্রামের দুস্থ মানুষরা কখনো শীতবস্ত্র পায় না। একেতো চর এলাকা, তারপর কাছেই পদ্মা নদী। নদী থেকে উঠে আসা কনকনে হিম হাওয়া এই শীতে মানুষের জীবন কষ্টকর করে তুলেছে। প্রথম আলোকে ধন্যবাদ যে তাঁরা আমার ডাকে সাড়া দিয়ে এতদূরের এই চরে এসে দুস্থ মানুষদের কম্বল দিয়েছে।