চাঁপাইনবাবগঞ্জে কম্বল পেলেন আরও ৭৫ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে ক্ষুদ্র জাতিসত্তা রাজোয়ারদের গ্রাম টংপাড়ায় গতকাল বৃহস্পতিবারও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। পাশের বাঙ্গালি গ্রাম এবং নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম ফুলকুড়ি ও পুকুরিয়াপাড়ার মানুষদের মধ্যে বিতরণ করা হয় ৭৫টি কম্বল।

গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় শীতার্তদের মধ্যে ৯০টি কম্বল বিতরণ করা হয়।

গতকাল কম্বল বিতরণে সহযোগিতা করেন ক্ষুদ্র জাতিসত্তার নেতা বঙ্গপাল সর্দার, কুটিলা রাজোয়ার, কল্পনা রাজোয়ার, আদিবাসী ছাত্র পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ পাহান ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্যরা।

কম্বল পেয়ে আন্না রাজোয়ার (৭০) প্রথম আলোকে বলেন, ‘এত জাড় গ্যাল, এখনো হামাদের এখানে কেহু কম্বল লিয়্যা আসেনি। তোমরাই আইল্যা। ভগবান তোমারঘে ভাল করুক।’

দিলিপ পাহান বলেন, ‘আমার নিজের গ্রামসহ পাশের প্রত্যন্ত ফুলকুড়ি গ্রামে কম্বল নিয়ে কেউই যায়নি। এই এলাকার মানুষ এই কঠিন শীত পার করল অনেক কষ্টে। অবশেষে প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে তাঁদের শীতের কষ্টটা একটু কমল।’

সূত্র: ১৮ জানুয়ারি ২০১৯ তারিখে প্রথম আলো, ৫ এর পাতা ছাপা হয়েছে।