নীলফামারীতে ১০০ কম্বল ও ১০০ মশারি বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটি ব্যাংকের সহযোগিতায় গতকাল রোববার নীলফামারীতে দুস্থ ও শীতার্তদের মধ্যে ১০০ কম্বল ও ১০০ মশারি বিতরণ করা হয়েছে।

নীলফামারী পৌর এলাকা, সদর উপজেলার খোকশাবাড়ি ও ইটাখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকার গরিব শীতার্তদের মধ্যে এসব কম্বল ও মশারি বিতরণ করা হয়। সকালে খোকশাবাড়ির ভুজারীপাড়া গ্রামে ৮০ জনকে একটি করে কম্বল ও ৫০ জনকে একটি করে মশারি দেওয়া হয়। বিকেলে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ২০ জনকে একটি করে কম্বল ও ৫০ জনকে একটি করে মশারি দেওয়া হয়।

কম্বল পেয়ে ভুজারীপাড়া গ্রামের ননি বালা রায় (৭০) বলেন, ‘এইখান পায়া মোর খিব উপকার হইল বায়, আইজ আইতত মোর ভালো ঘুম হইবে।’ খোকশাবাড়ি গ্রামের শান্তিবালা (৫৫) বলেন, ‘কত ঠে গেনু কাও কম্বল দেয় না, না চাইতে তোমরা হামার বাড়ি আসি কম্বল দিনেন, তোমার খিব ভালো হইবে।’ একই ইউনিয়নের সাহাপাড়ার বলাই চন্দ্র রায় (৭০) কম্বল নিতে এসেছিলেন শাশুড়ি গিরোজা বালার জন্য। তিনি বলেন, তাঁর শাশুড়ির বয়স ১০০ বছরের বেশি; বিছানা থেকে উঠতে পারেন না। কম্বল দিয়ে শাশুড়ির উপকার হবে।

সূত্র: ২১ জানুয়ারি ২০১৯ তারিখে প্রথম আলো, ৫ এর পাতা ছাপা হয়েছে।