কুড়িগ্রামে শীতার্তরা পেলেন ১০০ কম্বল ও ১০০ মশারি

কুড়িগ্রামের চরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটিব্যাংক এনএর সহযোগিতায় ১০০ কম্বল ও ১০০ মশারি বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার চর রাউলিয়া, কুমোরের বস ও প্রথম আলো চরে এসব কম্বল ও মশারি বিতরণ করা হয়। চর রাউলিয়া মাদ্রাসা মাঠে কম্বল ও মশারি বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো চরের আলোর পাঠশালার প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

কম্বল ও মশারি পেয়ে কুমোরের চরের বুদারু মামুদ (৬৫) বলেন, ‘জারের মধ্যে খুব উসুম হইবে বাহে।’ রাউলিয়ার চরের আছুরুদ্দি (৬১) বলেন, ‘এবার খুব মশা হইছে। মশারি পায়া খুব ভালো হইল।’

প্রথম আলো চরের পানফুল বেওয়া বলেন, ‘অ্যালাও হামাক কেউ কিছু দেয় নাই। তোমরাই প্রথম দিলেন বা।’

সূত্র: ২৩ জানুয়ারি ২০১৯ তারিখে প্রথম আলো, ৫ এর পাতা ছাপা হয়েছে।