৩০০ শীতার্তের মধ্যে কম্বল ও মশারি বিতরণ

রংপুরের তারাগঞ্জে গত শনিবার সকালে ২০০ দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জে গত শনিবার সকালে ২০০ দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জে গতকাল শনিবার সকালে ২০০ দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে। একই দিন ও এর আগের দিন শুক্রবার লালমনিরহাট সদর উপজেলায় আরও ১০০ জনকে একটি করে কম্বল ও একটি করে মশারি দেওয়া হয়।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটিব্যাংক এনএর সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়েছে। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এই কার্যক্রমে সহায়তা করেন।

গতকাল সকালে রংপুরের তারাগঞ্জের কয়েকটি গ্রামের ২০০ জনের মধ্যে প্রামাণিকপাড়ায় কম্বল ও মশারি বিতরণ করা হয়। কম্বল পেয়ে ইকরচালী ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের ফাতেমা বেগমের অনুভূতি ছিল এ রকম, ‘একনা কম্বলের জন্য মুই কতজনের কাছোত হাত পাতছিনুং। কিন্তুক কায়ো মোর কথা শুনে নাই। তোমার কম্বল কোনা না পাইলে মুই ঠান্ডাত খুবই কষ্ট পানুং হয়।’ তাঁর কথার সঙ্গে সুর মিলিয়ে উত্তর জগদীশপুর গ্রামের ৭০ বছরের জোবেদা বেওয়া বলেন, ‘বাবা মুই মশার জ্বালায় ঘুমবারে পাও না। তোমার মশারি কোনা খুব কামে দিবে ব্যাহে।’

রংপুরের তারাগঞ্জে গত শনিবার সকালে ২০০ দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জে গত শনিবার সকালে ২০০ দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে।

কম্বল ও মশারি বিতরণ অনুষ্ঠানে ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাদেকা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল সকালে লালমনিরহাট শহরের থানা রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আরাজি চোঙ্গাদ্বারা, নওদাবাস, তালুক হারাটী, মোস্তফি, হাড়ীভাঙ্গা, রামদাস, টিপার বাজার ও শহীদ শাহজাহান কলোনি এলাকার ৫০ শীতার্ত মানুষের প্রত্যেকের হাতে একটি করে কম্বল ও একটি করে মশারি তুলে দেওয়া হয়।

কম্বল ও মশারি বিতরণকালে লোকসংগীত গবেষণা ও চর্চা প্রতিষ্ঠান আরশীনগর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক বাদশা আলম, শৈলীকা হ্যান্ডিক্রাফটসের প্রধান প্রশিক্ষক ও ডিজাইনার আরিফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগের দিন সকালে একই উপজেলার মোগলহাট ইউনিয়নের দুর্গম চর খারুয়ার খারুয়াবাজারে ৫০ শীতার্তের মধ্যে একটি করে কম্বল ও একটি করে মশারি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে মোগলহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আলতাব হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে প্রথম আলো, ৫ এর পাতা ছাপা হয়েছে।