চুয়াডাঙ্গায় মশারি পেল হতদরিদ্র ৬১ পরিবার

চুয়াডাঙ্গায় মশারি পেল হতদরিদ্র ৬১ পরিবার।
চুয়াডাঙ্গায় মশারি পেল হতদরিদ্র ৬১ পরিবার।

চুয়াডাঙ্গা পৌর এলাকা এবং এর পার্শ্ববর্তী শংকরচন্দ্র ও আলোকদিয়া ইউনিয়নের হতদরিদ্র ৬১টি পরিবারের মধ্যে একটি করে মশারি দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটিব্যাংক এনএর সহায়তায় এসব মশারি বিতরণ করা হয়।

গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসব মশারি বিতরণ করা হয়। এ কাজে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

নতুন মশারি হাতে পেয়ে ৭৫ বছর বয়সী জাহানারা বেগম বলেন, ‘মশার খুপ উপদ্রুপ। ট্যাকার অভাবে গ্লুপ (মশার কয়েল) কিনতি পারিনে। এবেড্ডা শান্তি করে ঘুমাইনো যাবেনে।’

মশারি বিতরণের আগে বন্ধুসভার সদস্যরা তিন দিন ধরে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের খুঁজে বের করে তাঁদের কুপন দিয়ে আসেন।

মশারি বিতরণকালে জেলা বন্ধুসভার উপদেষ্টা রনি আলম ও তানজিল হোসেন, সভাপতি সামিয়া তৌহিদ, সহসভাপতি ইতি আক্তার, সাধারণ সম্পাদক রেজাউল বাশার, যুগ্ম সম্পাদক মাহমুদ আল আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবুল বাশারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে প্রথম আলো, ৫ এর পাতা ছাপা হয়েছে।