মাতৃভাষায় নাচ আর গানে ২১শে ফেব্রুয়ারি উদযাপন

নিজেদের বানানো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাতৃভাষায় নাচ-গানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।
নিজেদের বানানো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাতৃভাষায় নাচ-গানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

‘ইংবেন বয়হাওয়া রাগোয়া ইকুশ না: ফেব্রুয়ারি, ইংকি আত হিরিং ইং.....’ অর্থাৎ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কে ভুলিতে পারি। মাতৃভাষা ও বাংলায় একুশের গান গেয়ে প্রভাত ফেরি শেষে বাঁশ-কঞ্চি, রঙিন কাগজ ও মাটি দিয়ে নিজেদের বানানো শহীদ মিনারে ফুল দিয়ে মাতৃভাষায় গান-আবৃত্তি ও নিজেদের ঐতিহ্যবাহী নাচ করে ও আলোচনার মধ্য দিয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা। সঙ্গে ছিল বাবুডাইংসহ আশপাশের আরও কয়েকটি কোল ও নদী ভাঙন কবলিত বাঙালি গ্রামের মানুষ ও বন্ধুসভার সদস্যরা।

শহীদ মিনার বানানো, বিদ্যালয় ভবনের মাটির দেয়াল-মেঝে লেপে পুছে তকতকে করে তাতে আলপনা আঁকা, বিদ্যালয় চত্বর পরিষ্কার করা নিয়ে সপ্তাহজুড়ে চলে প্রস্তুতি। একুশের আগের দিন বুধবার রাত আটটা পর্যন্ত চলে শহীদ মিনারের মাটির বেদিতে আলপনা আঁকার কাজ। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও গ্রামের নারী-পুরুষ ও শিক্ষকরাও অংশ নেন। সকালে প্রভাতফেরি দিয়ে শুরু হয় কর্মসূচি। শোলা দিয়ে বানানো বর্ণমালা, কলাপাতার ওপর শোলার বর্ণ দিয়ে রং করা, মাটির কলশে অমর একুশে লেখা নিয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় শিক্ষার্থী-শিক্ষক গ্রামের নারী-পুরুষ। ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ছিল হাতে হাতে ফুল। গ্রামের পথে প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুরেন কোল টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সুজারুদ্দিন, দেবেন কোল হাসদা, কার্তিক কোল টুডু, একরামুল হক, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় বিল বৈলঠা গ্রামের কোল শিক্ষার্থী ও গ্রামের নারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী উজ্জামান নূর ও নির্মল কোল সরেন। 

নিজেদের বানানো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাতৃভাষায় নাচ-গানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা
নিজেদের বানানো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাতৃভাষায় নাচ-গানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গ্রামের মোড়ল দেবেন কোল হাসদা বলেন, এ্যার আগে হামরা ইকুশনা: ফেব্রুয়ারি, ছাব্বিমা মার্চ, ষোলো ডিসাম্বার কিছুই বুঝতাম না। ইসকুলটার লাগি এখুন সবি হোইছে। ইকুইশনার অনুষ্ঠানে আসিয়ে কোল ভাষায় গান শুনি, নাচ দেখি খুব ভাল্লাগে। বাবুডাইংয়ের শ্যামলী কোল টুডু এখন একটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। এ বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং গ্রামের প্রথম এসএসসি পাস করা শিক্ষার্থীও উপস্থিত ছিল। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারা বলে, এটা আমাদের প্রাণের অনুষ্ঠান। বিদ্যালয় থেকে বের হয়ে গেলেও এর টান আমরা ছাড়তে পারি না কিছুতেই। বিদ্যালয় জীবনের এ দিনটি স্মৃতি তাড়া করে ফিরে তাঁদের। এ গ্রামের নিরক্ষর লিলাবতি কোল মুরমুকে (২৫) সপ্তাহজুড়েই এ অনুষ্ঠানকে ঘিরে সব কাজেই পাওয়া যায়। আলপনা আঁকতেও পটু তিনি। লিলাবতি জানান, অনেক আগ্রহ নিয়ে এ দিনটির অপেক্ষা করে থাকেন তিনিসহ এ গ্রামের আরো অনেকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস জানান, শিক্ষার্থী ও গ্রামবাসীর কাছে বিদ্যালয়ের একুশের অনুষ্ঠানটি সবচেয়ে ভালো লাগার অনুষ্ঠান। সকলেই এতে অনেক আনন্দের সঙ্গে অংশ নিয়ে থাকে। অনুষ্ঠান শেষে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়। গ্রামের বাড়ি বাড়ি থেকে তোলা হয় চাল-ডাল। এবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ দায়িত্ব পালন করে। কয়েক বছর থেকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের সঙ্গে নিচ্ছে বাঙালি শিশু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরাও। অনুষ্ঠানটি ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। একদিকে যেমন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ভাবগম্ভীর ও অন্যদিকে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

নিজেদের বানানো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাতৃভাষায় নাচ-গানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা
নিজেদের বানানো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাতৃভাষায় নাচ-গানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি সাঈদ মাহমুদ বলেন, প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার আয়োজনটি খুবই মনোমুগ্ধকর হয়।   বন্ধুসভা প্রতিবছর এর সঙ্গে যুক্ত থাকে। বন্ধুসভার বন্ধু হিসেবে আমরা এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করে থাকি।   শিক্ষার্থীরা যেভাবে মমত্ববোধ দিয়ে শহীদ মিনার তৈরি, রাঙানো ও বিদ্যালয়ের মাটির দেওয়ালে আলপনা করে তা খুবই ভালো লাগে।   এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে প্রভাতফেরি ও দুপুরে একসঙ্গে খিচুড়ি খাওয়া অন্যতম মজার বিষয়।   এ ধরনের অনুষ্ঠান অন্য কোন প্রতিষ্ঠানগুলোতে সাধারণত চোখে পড়ে না।  

সূত্র: ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ছাপা হয়েছে।