স্বাধীনতা দিবস স্মরণে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস স্মরণে নরসিংদীর রায়পুরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস স্মরণে নরসিংদীর রায়পুরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস স্মরণে নরসিংদীর রায়পুরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার রায়পুরার দড়ি হাইরমারা গ্রামের সা'দত স্মৃতি পল্লীতে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম আলো ট্রাস্ট-সা'দত স্মৃতি পল্লীর 'শিশু বিকাশ কেন্দ্র' কার্যক্রমের ৪১ জন শিক্ষার্থী অংশ নেয়। 

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস স্মরণে নরসিংদীর রায়পুরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস স্মরণে নরসিংদীর রায়পুরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের পরিবেশনা উপভোগ করেন স্থানীয় ইউপি সদস্য আল আমিন। এতে বক্তব্য দেন প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন ও প্রজেক্ট ইনচার্জ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষক নজির আহমেদ ও প্রিয়াঙ্কা খানম এবং সংস্কৃতিকর্মী দীনেশ চন্দ্র সরকার ও ফারহান জুনায়েদ।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস স্মরণে নরসিংদীর রায়পুরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে শিশুরা।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস স্মরণে নরসিংদীর রায়পুরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে শিশুরা।

গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কন, সংগীত, নাচ, কোরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত, ছড়া ও কবিতা আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতায় শিশুরা অংশ নেয়। তিন শতাধিক দর্শক অনুষ্ঠানে থেকে শিশু-কিশোরদের এই পরিবেশনা উপভোগ করে। প্রতিযোগিতা শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রকল্পটি পরিচালনা করছে।