পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ছবি : প্রথম আলাে।
রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ছবি : প্রথম আলাে।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মঙ্গলবার (৭ মে,২০১৯) বিনা মূল্যে বিদ্যালয়ের পোশাক (স্কুল ড্রেস) বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এসব পোশাক বিতরণ করা হয়।

অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৮৯ শিক্ষার্থীদের মাঝে জুতাসহ পোশাক বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পোশাক পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছিল সবাই।

রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ছবি : প্রথম আলাে।
রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ছবি : প্রথম আলাে।

বাল্যবিয়ে, ঝরেপড়া রোধ ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর ব্যাপারে অভিভাবকদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুরেন কোল টুডু, সদস্য মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যশোদা টুডু বলেন, “আমার এক বেটা আর এক বেটি ইসকুলের নতুন জামা-কাপড় আর জুতা পাইলো। এগল্যা দেখতেও খুব সুন্দর। হামি খুব খুশি।

এক ছেলে ও এক মেয়ের জন্য নতুন পোশাক পেয়ে একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সারতি হাসদা। নবম শ্রেণির ছাত্রী শ্রীমতি কোল টুডু বলে, আজ সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে।আমরা খুব খুশি।এ দিনটার কথা মনে থাকবে।

রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ছবি : প্রথম আলাে।
রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ছবি : প্রথম আলাে।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,শিক্ষকেরা শিক্ষার্থীদের গলায় টাই বেঁধে দেওয়া শিখিয়ে দিচ্ছে। এ জন্য অ্যাসেম্বলিতে দাঁড়াতে তাদের একটু দেরি হচ্ছে। টাইওয়ালা পোশাক তারা কোনো দিন পড়েনি।শেষে বেলা১১টার দিকে বৈশাখের কড়া রোদের মধ্যেই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তারা গলা ছেড়ে শপথ বাক্য পাঠ করে।গায় জাতীয় সংগীত।

ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে আগত অভিভাবকেরা।
ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে আগত অভিভাবকেরা।

প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস বলেন, “আজকের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের উদ্দীপনা ছিল অন্যরকম, চোখে পড়ার মত। সুবিধাবঞ্চিত এসব শিশু এর আগে নতুন জুতাসহ এমন সুন্দর পোশাক পড়েনি।তাই তাড়া আজ অনেক খুশিতে রয়েছে।ধান কাটতে যাওয়া নবম শ্রেণির তিনজন ছাত্র ছাড়া সকলেই বিদ্যালয়ে এসেছে।নতুন পোশাক পড়ে বিদ্যালয়ে আসার আনন্দের কারণে উপস্থিতি এখন থেকে সন্তোষজনক হবে বলে আশা করছি।তিনি আরও বলেন,প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে সূত্র ধরে প্রতিষ্ঠিত হয় বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়।পরে এ বিদ্যালেয়ের পাশে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট।এখন এ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ানো হচ্ছে। সামনে বছর দশম শ্রেণি চালু হবে। আমরা এ জন্য ধন্যবাদ জানাই সামিট  গ্রুপ ও প্রথম আলো ট্রাস্টকে”