মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে পাশে থাকতে হবে

মাদকাসক্তি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই মাদকাসক্ত ব্যক্তির প্রতি ঘৃণা নয়, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাঁর পাশে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তবে মাদকাসক্ত ব্যক্তিরও মাদক ছাড়ার ইচ্ছা থাকতে হবে। প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তায় এই পরামর্শ দেন তাঁরা।

রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে মাদকবিরোধী পরামর্শ সহায়তার ১০৭তম অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারের পরিচয় গোপন রেখে মনোরোগ বিশেষজ্ঞরা অনুষ্ঠানে পরামর্শ সহায়তা দেন। গতকাল ১৫টি পরিবার পরামর্শ সহায়তা নেয়।

পরামর্শ সহায়তা দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মনোবিদ মোহিত কামাল, সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। আলোচনা সভায় সঞ্চালক ছিলেন প্রথম আলো ট্রাস্টের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল। আগামী ৩১ আগস্ট বিকেল চারটায় একই স্থানে মাদকবিরোধী পরবর্তী পরামর্শ সহায়তা সভা হবে।

সূত্র: প্রথম আলোয় ছাপা হয়েছে ৭ জুলাই ২০১৯।

পরামর্শ সহায়তা দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মনোবিদ মোহিত কামাল, সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া।
পরামর্শ সহায়তা দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মনোবিদ মোহিত কামাল, সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া।