বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে স্থানীয় কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে স্থানীয় কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

নরসিংদীর রায়পুরায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে স্থানীয় কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রায়পুরার দড়ি হাইরমারা গ্রামের সা'দত স্মৃতি পল্লীতে এর আয়োজন করা হয়। 

এতে প্রথম আলো ট্রাস্ট-সা'দত স্মৃতি পল্লীর 'শিশু বিকাশ কেন্দ্র' কার্যক্রমের শিক্ষার্থীসহ স্থানীয় দরিদ্র পরিবারের ২০ জন কিশোরীর হাতে এসব স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ১২-১৬ বছর বয়সী এসব কিশোরীরা স্থানীয় বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী। আয়োজকেরা জানান, প্রতি মাসেই তাদের হাতে এসব স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে স্থানীয় কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে স্থানীয় কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন সিভিল সার্জন কার্যালয়ের কিউ আই মনিটর নুসরাত জাহান, জেডএমজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা আক্তার ও দড়ি হাইরমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানারা পারভীন। এ সময় সার্বিক বিষয়ে কথা বলেন প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন ও প্রজেক্ট ইনচার্জ তরিকুল ইসলাম। 

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রকল্পটি পরিচালনা করছে।