শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইচ্ছেঘুড়ি

(বাঁ থেকে) খন্দকার ফারহান হোসেন, সৈয়দ নাজিফ ইশরাক, ফারাহনাজ হক, আনিসুল হক, মাইসুন আমিনা রহমান, রাঈদ আশিক মাহমুদ ও এহতেশাম আলী মঈন।
(বাঁ থেকে) খন্দকার ফারহান হোসেন, সৈয়দ নাজিফ ইশরাক, ফারাহনাজ হক, আনিসুল হক, মাইসুন আমিনা রহমান, রাঈদ আশিক মাহমুদ ও এহতেশাম আলী মঈন।

তীব্র শীতে দুর্ভোগের শিকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকার ইংরেজি মাধ্যম স্কুলের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেঘুড়ি। শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টকে ৭০০ শীতবস্ত্র দিয়েছে  সংগঠনটি। রোববার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ট্রাস্টের পক্ষে শীতবস্ত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইচ্ছেঘুড়ির সদস্য  বাঁ থেকে , খন্দকার ফারহান হোসেন, সৈয়দ নাজিফ ইশরাক, ফারাহনাজ হক, মাইসুন আমিনা রহমান, রাঈদ আশিক মাহমুদ, এহতেশাম আলী মঈন। প্রথম আলো ট্রাস্টের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, জ্যেষ্ঠ কর্মসূচি  কর্মকর্তা নাজিম উদ্দিন । এ শীতবস্ত্রগুলো ময়মনসিংহের শীতার্ত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে।