কম্বলডা পায়্যা হামি ঠান্ডাত থ্যাকে বাঁচনো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ও আহম্মেদাবাদ ইউনিয়নের ১০০ জন হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল এবং ১০০টি পরিবারের মাঝে একটি করে মশারি বিতরণ করা হয়েছে। ছবি: প্রথম আলো।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ও আহম্মেদাবাদ ইউনিয়নের ১০০ জন হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল এবং ১০০টি পরিবারের মাঝে একটি করে মশারি বিতরণ করা হয়েছে। ছবি: প্রথম আলো।

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল দিঘি গ্রামের হতদরিদ্র শাহজাহান আলী (৫৮) একটি দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর থেকেই ক্রাচে ভর দিয়ে কোন রকমে চলাফেরা করেন। কামাই রোজগার না থাকায় অভাব অনটনে অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন তিনি। শীতে প্রচণ্ড কষ্ট হওয়ায় একটা কম্বলের জন্য জনপ্রতিনিধিদের কাছে এক মাস ধরে ধর্না দিয়েছেন শাহজাহান আলী। কম্বল না পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে শীতে কষ্ট পোহাচ্ছিলেন তিনি। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে  শাহজাহান আলীর হাতে বন্ধুসভার সদস্যরা একটি কম্বল তুলে দেওয়ার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ঠান্ডাত খুব কষ্ট পাওচু, এডা কম্বলের জন্যি ম্যালা জাগাত গেচু, কেউ মোক এডা কম্বল দেয়নি। পরথম আলো,মার্কাডা ভাল। বাড়িত য্যায়া হামাক খুঁজে বার করে হাতত কম্বলের সিলিপ দিয়ে আচে, কম্বলডা পায়্যা হামি ঠান্ডাত থ্যাকে বাঁচনো।'

শুধু শাহজাহান আলী নয়, প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ও আহম্মেদাবাদ ইউনিয়নের ১০০ জন হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল এবং ১০০টি পরিবারের মাঝে একটি করে মশারি বিতরণ করা হয়েছে।  গত শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘি কলেজ মাঠে শীতার্ত ও দরিদ্র মানুষের হাতে বগুড়া বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় কম্বল তুলে দেওয়া হয়।  কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন কালাই

উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আবদুল লতিফ খাঁন, বগুড়া বন্ধুসভার উপদেষ্টা ও শোভা অ্যাডভান্সড টেকনোলোজি লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আহম্মদ কিরণ, বগুড়া বন্ধুসভার উপদেষ্টা ও সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভিপি সুইন চৌধুরী, বন্ধুসভার সাবেক সভাপতি ও বগুড়ার সরকারি শাহ্ এতেবারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, বগুড়া বন্ধুসভার সভাপতি জিয়াউল ইসলাম, প্রথম আলো বগুড়ার অফিস

ব্যবস্থাপক শরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী আখতারুজ্জামান, প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ প্রমুখ।