চাঁপাইনবাবগঞ্জে কম্বল ও মশারি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো ট্রাস্টের কম্বল ও মশারি বিতরণ। ছবি: প্রথম আলো।
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো ট্রাস্টের কম্বল ও মশারি বিতরণ। ছবি: প্রথম আলো।

‘মশারিট্যা ছিঁড়্যা বেহাল হয়্যা ছিল। কদিন বাদেই মশার যন্¿ণা বাড়বে। লতুন মশারি পাইয়্যা খুবই ভাল হইলো। মশার জ্বালা থ্যাক্যা বাঁচবো।’ প্রথম আলো ট্রাস্টের মশারি পেয়ে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টিপাড়ার সামরি মার্ডি (৭৩)।

এ ছাড়া কম্বল পেয়ে একই ইউনিয়নের চটিগ্রামের বিজলী খাতুন (৬৯) বলেন, হামরা এক কোনাতে পইড়্যা আছি। কেহুই এদিকে কিছু লিয়্যা আসে না দিতে। তোমারঘে কম্বল পাইয়্যা খুশি হইনু। তোমারঘে ল্যাগ্যা দুয়া করব।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শুক্রবার বিকেলে ফিল্টিপাড়া গ্রামে ক্ষুদ্র জাতিসত্তার ছয়টি ও তিনটি বাঙালি গ্রামের ১০০ জনের মাঝে কম্বল ও মশারি বিতরণ করা হয়। এতে সহায়তা করে সিটি ব্যাংক এনএ।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামের মোড়ল লাছাম টুডু, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক নির্মল কোল সরেন, আদিবাসী নেত্রী কল্পনা মুরমু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য  জহিরুল ইসলাম, আরাফাত মিলেনিয়াম, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ।