কম্বল পেয়ে উচ্ছ্বসিত শিশুরা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এতিম ও দরিদ্র শিশু শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। ছবি: প্রথম আলো।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এতিম ও দরিদ্র শিশু শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। ছবি: প্রথম আলো।

রাজশাহীর বাঘা উপজেলায় গতকাল সোমবার শীতার্ত ব্যক্তিদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। এদিন চুয়াডাঙ্গা পৌর এলাকায় ১০০ এতিম ও দরিদ্র শিশু শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটি ব্যাংক এনএর সযোগিতায় এসব কম্বল বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

রাজশাহীর বাঘায় পদ্মার চর চকরাজাপুর এলাকায় চকরাজাপুর উচ্চবিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল আযম, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, রাজশাহী বন্ধুসভার সভাপতি বেলাল হোসেন,বন্ধুসভার সদস্য অনীক মাহমুদ, আবদুল হাকিম, নাহার নিশাত, নাফিসা তাবাসসুম, মেহেলী কাস্তা, সাব্বির খান, জান্নাতুল ফেরদৌস, পল্লব কুমার পাল প্রমুখ।

প্রথম আলোর শীতবস্ত্র পেয়ে নাজমা খাতুন (৩৫) বলেন, এই চরের বাড়ি-ঘর, ফসলের জমি গাঙে ভেঙে যায়। আমাদের খোঁজ নেওয়ার কোনো মানুষ নেই। শীতে খুবই কষ্ট হচ্ছে। কম্বলখানা পেলে খুব ভালো হলো। তোমাদের ভালো হোক।

লায়েব উদ্দিন বলেন, প্রথম আলো সংবাদপত্রের চেয়ে একটু বেশি। এটা বোঝা যায় তাদের এই উদ্যোগ থেকে। এই দুর্গম অঞ্চলে তারা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তারা অ্যাসিডদগ্ধ নারীদের পাশে দাঁড়ায়। বন্যার্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করে। তারা গণিত অলিম্পিয়াড, ফিজিকস অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, বর্ণমেলাসহ নানা আয়োজন করে দেশের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখছে।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি আছিরউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল বেলা ১১টায় এতিম ও দরিদ্র শিশু শিক্ষার্থীর মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। প্রথম আলোর প্রতিনিধি শাহ আলমের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম ও শেফালী খাতুন, বেলগাছি আছিরউদ্দিন ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম এবং পাখির গ্রাম বেলগাছির উদ্যোক্তা স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ বক্তব্য দেন।

কম্বল বিতরণে সহায়তা করেন প্রথম আলো চুয়াডাঙ্গা বন্ধুসভার সভাপতি মো. রনি আলম, সহসভাপতি রেজাউল বাশার, সাধারণ সম্পাদক সামিয়া তৌহিদ সাম্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আল আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবুর বাশার, নারীবিষয়ক সম্পাদক সুরভী খাতুন, অনুষ্ঠান সম্পাদক মাহির আজমল ও পাঠচক্র সম্পাদক সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।