আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভায়া দিবসে একুশের গান গেয়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক মাতৃভায়া দিবসে একুশের গান গেয়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

মাতৃভাষায় একুশের গান গেয়ে প্রভাতফেরি, নিজেদের বানানো শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

প্রভাতফেরির পর নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।
প্রভাতফেরির পর নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

এ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই দূর থেকে মাটি এনে বিদ্যালয়ের প্রাঙ্গণে বেদি তৈরি করে শিক্ষার্থীরা। বেদিতে আলপনা আঁকাসহ বাঁশ, কাপড়, কাগজ ও ফুল দিয়ে শহীদ মিনার তৈরি করা হয়। এরপর শুক্রবার সকালে গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষদের সঙ্গে নিয়ে প্রভাতফেরি করে শিক্ষার্থীরা। এ সময় ক্ষুদ্র জাতিসত্তার কোল শিক্ষার্থীরা নিজেদের ভাষায় ‘ইংবেন বয়হাওয়া রাগোয়া ইকুশ না: ফেব্রুয়ারি, ইংকি আত হিরিং ইং.....’ অর্থাৎ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি.... গানটি গাইতে থাকে। শিক্ষার্থীরা ফুল হাতে নিয়ে প্রভাতফেরিতে অংশ নেয়। প্রভাতফেরি শেষে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এরপর আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামবাসীদের নিয়ে ভোজের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভায়া দিবসে একুশের গান গেয়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক মাতৃভায়া দিবসে একুশের গান গেয়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, সমাজসেবী এ্যাড. আবু হাসিব, গ্রামের মোড়ল সুরেন কোল টুডু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য অনামিকা ঠাকুর, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ। কোল ভাষায় কবিতা আবৃত্তি করে চতুর্থ শ্রেণির ছাত্রী সুশিতা কোল সরেন, সুরমিলা হাসদা ও আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

বক্তারা বলেন, বরেন্দ্রর এ গহিনে আগে কোন দিবসের অনুষ্ঠান হতো না। এ বিদ্যালয়ের জন্যই এখন বিভিন্ন দিবস পালনসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। প্রতিবছর শিক্ষার্থীরা নিজেরাই শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করে। এর ফলে শিক্ষার্থীরা পাশাপাশি গ্রামের সকলেই ফুল নিয়ে শহীদদের উদ্দেশ্যে ভালোবাসা জানাতে পারে। এ জন্যই এ দিনটি এখানকার মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।