বিচ্ছিন্ন জনপদ গোলাখালিতেও পৌঁছেছে সহায়তা

ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ পৌঁছে দিচ্ছেন বন্ধুসভার সদস্যরা। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম গোলাখালীতে। ছবি: প্রথম আলো
ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ পৌঁছে দিচ্ছেন বন্ধুসভার সদস্যরা। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম গোলাখালীতে। ছবি: প্রথম আলো

সাতক্ষীরা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের বিচ্ছিন্ন জনপদ শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালি গ্রাম। এ গ্রামে বসবাস করে ১২০টি পরিবার। প্রমত্ত মাদার নদ পাড়ি দিয়ে তাঁদের কালিঞ্চি গ্রাম হয়ে ভেটখালি বাজারে যেতে হয় হাটবাজারসহ দৈনন্দিন কাজ করতে।

প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গত শুক্রবার গোলাখালিতে ও কালিঞ্চি গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত দেড় শ পরিবারের মধ্যে ত্রাণসহায়াতা দেওয়া হয়। সাতক্ষীরা থেকে বন্ধুসভার সদস্যরা ত্রাণ নিয়ে সকালে ভেটখালি বাজারে পৌঁছান। সেখান থেকে নদীপথে ১৫ কিলোমিটার গিয়ে গোলাখালি গ্রাম।

গোলাখালি গ্রামের নেছার বিবি (৭৮) ত্রাণ সহায়তা পেয়ে জানান, তিনি যারপরনাই খুশি। নদী পার হয়ে আসতে হয় বলে এখানে কেউ আসে না ত্রাণ দিয়ে। গ্রামের মানুষগুলো খুবই কষ্টে আছে। ত্রাণ পেয়ে গ্রামের মানুষগুলোর খুব উপকার হবে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন শিক্ষক শম্পা গোস্বামী, প্রথম আলো বন্ধুসভার সভাপতি জাহিদা জাহান, সদস্য কিয়া, শরিফুল, জাহিদ মনিরুল, গোলাম হোসেন, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, ফটোসাংবাদিক এহসান উদদোলা ও প্রথম আলো সাতক্ষীরা অফিসের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।