'ত্রাণডা পাওনে দুই বেলা খাইতে পারমু'

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসহায়তা দেওয়া হয়। সামাজিক দূরত্ব রক্ষা করে অসহায় মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বন্ধুসভার সদস্যরা। ছবি: প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসহায়তা দেওয়া হয়। সামাজিক দূরত্ব রক্ষা করে অসহায় মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বন্ধুসভার সদস্যরা। ছবি: প্রথম আলো


পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ও টিয়াখালী ইউনিয়নের ৯৫ জন দুর্গত মানুষকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই দেওয়া হয়েছে। পৌর শহরের মংগল সুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় ক্ষতিগ্রস্তদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। সামাজিক দূরত্ব রক্ষা করে অসহায় মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বন্ধুসভার সদস্যরা।
টিয়াখালীর নাচনাপাড়া গ্রামের ফোকরা বেগম ত্রাণ পেয়ে বলেন, ‘মোর ঘর-বাড়ি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হইছে। মালপত্র সব ভিজ্যা গেছে। রাইন্দা খাওনের কোনো চাউলপাতি নাই। ত্রাণডা পাওনে দুই বেলা খাইতে পারমু।’
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলো কলাপাড়া বন্ধুসভার উপদেষ্টা শুভ্রা চক্রবর্তী, সভাপতি মোস্তফা জামান, সাধারণ সম্পাদক জাহানারা খান, সহসভাপতি শামীম বেপারী, যুগ্ম সম্পাদক কাজী তরিকুল ইসলাম, উপ-সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক মুন, দপ্তর সম্পাদক সাকিবুজ্জামান তানিম, প্রচার সম্পাদক জায়েদ বিন আমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রবিউল বাদশা, নারীবিষয়ক সম্পাদক আফসানা পলি, সমাজকল্যাণ সম্পাদক জাকিয়া বেগম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মাহিম, মানবসম্পদবিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, প্রশিক্ষণ সম্পাদক আরবী আক্তার এবং প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ।